ট্রাম্পকে এড়ানোর কৌশল! মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী মোদি
প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালয়েশিয়ায় ASEAN সম্মেলনে যোগ দিতে শশীরের যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৬-২৮ অক্টোবর ওই সম্মেলন হওয়ার কথা। সেখানে ভারত এবং আমেরিকা দুই দেশের রাষ্ট্রপ্রধানই আমন্ত্রিত। তবে সাউথ ব্লক সূত্রের খবর, প্রধানমন্ত্রী ওই সময় অন্য কাজে ব্যস্ত থাকবেন। তাই আসিয়ান সম্মেলনে যাবেন না। তবে ভারচুয়ালি আসিয়ানের বৈঠকগুলিতে যোগ দেবেন তিনি। যার অর্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে হচ্ছে না মোদিকে।
কেন আসিয়ানে যাচ্ছেন না মোদি? এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ছটপুজো এবং বিহারের ভোটপ্রচারে ব্যস্ত থাকায় প্রধানমন্ত্রী আসিয়ান সম্মেলনে যাবেন না। আসলে সামনে বিহার ভোট, তাই ছটপুজোকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। তাছাড়া ভোটের প্রচারও রয়েছে। তাই আসিয়ান সম্পর্কিত বৈঠকগুলিতে যোগ দেবেন না মোদি। বদলে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। দরকারে প্রধানমন্ত্রী ভারচুয়ালি বৈঠকে যোগ দিতে পারেন।
পশ্চিমী দুনিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের সম্মিলিত গোষ্ঠী দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথেস্ট এশিয়ান নেশন (ASEAN)। ভারত বা আমেরিকা— কেউই এই ১০ দেশীয় জোটের সদস্য নয়। তবে উভয়েই এই জোটের গুরুত্বপূর্ণ বাণিজ্যসঙ্গী। সরকারি ঘোষণা না হলেও এই জোটের তরফে ভারত ও আমেরিকা দুই দেশকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। সংবাদ সংস্থা রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, চিন, জাপান এবং রাশিয়াও যোগ দেবে ওই সম্মেলনে।
নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেরই ওই সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল। ফলে সরকারিভাবে কোনও পার্শ্ব বৈঠকের সূচি না থাকলেও দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা ছিল। অন্তত দুই রাষ্ট্রপ্রধান মুখোমুখি হতেন। কিন্তু প্রধানমন্ত্রী আসিয়ান না যাওয়ায় সেই সম্ভাবনাই ইতি। সম্প্রতি ভারত এবং আমেরিকার সম্পর্ক রীতিমতো নরমে গরমে চলছে। কখনও বাণিজ্য চুক্তি নিয়ে দুদেশের মধ্যে ইতিবাচক আলোচনার কথা শোনা যায়, কখনও আবার ট্রাম্প রুশ তেল নিয়ে ট্রাম্পের দাবি নিয়ে বিতর্ক তৈরি হয়ে যায়। এই পরিস্থিতিতে দুই রাষ্ট্রপ্রধান মুখোমুখি হলে সেটা বেশ তাৎপর্যপূর্ণ হত।