• মাইক বাজানোকে কেন্দ্র করে বচসা, ধারালো অস্ত্রের কোপ! সোনারপুরে ‘খুন’ যুবক
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের খুন সোনারপুরে! কালীপুজোর পুজোর বিসর্জনে মাইক বাজানোকে কেন্দ্র করে যুবককে ধারালো অস্ত্রের কোপ! রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বুধবার গভীররাতে ঘটনাটি ঘটেছে সোনারপুরের সোনাটিকারিতে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সনাতন নস্কর। সে সোনারপুরেরই বাসিন্দা। বুধবার রাতে কালীপুজোর শোভাযাত্রা বেরয়। সেই দলে ছিলেন সনাতন। সেই সময় মাইক বাজানোকে কেন্দ্র করে ঝামেলা বাঁধে অভিযুক্ত নাম পিন্টু সাহার সঙ্গে। বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ সেই সময় ধারালো অস্ত্র নিয়ে সনাতনের উপর চড়াও হন পিন্টু। এলোপাথাড়ি ভাবে তাঁকে কোপাতে থাকে বলে অভিযোগ। একাধিকবার আঘাতে রক্তাক্ত  অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সনাতন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে বলে খবর।

    কালীপুজোর বিসর্জনে রাস্তায় এভাবে খুন ঘিরে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একবার নয় বারংবার খুনের অভিযোগ উঠছে সোনারপুরে। ঘটনায় আঙ্কতিক এলাকাবাসী। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে
  • Link to this news (প্রতিদিন)