• সাংস্কৃতিক অনুষ্ঠানে মদ্যপ যুবকদের তাণ্ডব! খবর করতে গিয়ে পুলিশের চড় সাংবাদিককে
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: কালীপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন মদ্যপ অবস্থায় যুবকদের তাণ্ডব। প্রথমে বচসা, এরপর তা মারপিঠে জড়িয়ে পড়ে। সেই ঘটনার খবর করতে গেলে পরিবারের সামনেই সাংবাদিককে চড় মারার অভিযোগ মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জংশনে এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের কালীপুজোয়।

    ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জেলা সাংবাদিকমহল। যদিও ঘটনাটি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন জেলা পুলিশ আধিকারিকরা। কেন এই ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

    আলিপুরদুয়ার জংশনের এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের কালীপুজো জেলার অন্যতম পুজোগুলির মধ্যে একটি। সেখানেই বুধবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন বেশ কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় গণ্ডগোল করে। এবং নিজেদের মধ্যেই মারপিঠে জড়িয়ে পড়ে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। ঘটনা দেখেই তা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেন কর্তব্যরত এক সাংবাদিক। অভিযোগ, সেই সময় এক সাংবাদিককে কলার ধরে টেনে এনে চড় মারেন এক মহিলা পুলিশ কর্মী।

    একেবারে স্ত্রী ও কন্যার সামনেই ওই সাংবাদিককে ওই মহিলা পুলিশকর্মী কলার ধরে টেনে ভীড় থেকে বের করে চড় মারেন বলে অভিযোগ। আক্রান্ত ওই সাংবাদিক অরিন্দম সেন বলেন, ”ঘটনার ছবি করছিলাম। হঠাৎ করে এক মহিলা পুলিশকর্মী এসে মোবাইলটি কেড়ে নেন। তাঁকে সাংবাদিক পরিচয় দিলেও কোনও কাজ হয়নি। উলটে পরিবারের সামনে চড় মারে।” শুধু তাই নয়, ওই সাংবাদিকের স্ত্রীকে জেলে ভরে দেওয়ার হুমকি পুলিশ দেয় বলে অভিযোগ। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ওই সাংবাদিকের স্ত্রী।

    ঘটনায় দোষির শাস্তির দাবি করেছেন এনএফ রেলওয়ে বিল্ডার্স এসোসিয়েশনে যুগ্ম সম্পাদক বাদশা রায়ও। জানা গিয়েছে, বিস্তারিত ঘটনা খতিয়ে দেখছেন জেলার পুলিশ কর্তারা।
  • Link to this news (প্রতিদিন)