• ভাইফোঁটার সকালে খাস কলকাতায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা, ঘটনাস্থলে দমকল
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইফোঁটার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা খাস কলকাতায়। আমহার্স্ট স্ট্রিট এলাকার একটি প্রিন্টিং প্রেসে বিধ্বংসী এই আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। শুধু তাই নয়, ঘিঞ্জি এলাকা হওয়ায় বেশকিছুটা বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। যদিও কালো ধোঁয়ার মধ্যেই গ্যাসমাস্ক পড়ে ভিতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। তবে কীভাবে এই আগুন তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান দমকলের।

    জানা যায়, স্থানীয় মানুষজনই এদিন সকালে ওই প্রিন্টিং প্রেস থেকে একেবারে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় মানুষজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় দমকল এবং পুলিশে। ছুটে আসে এক এক করে দমকলের তিনটি ইঞ্জিন। তবে এলাকা এতটাই ঘিঞ্জি যে ঘটনাস্থলে ঢুকতে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের।

    শুধু তাই নয়, প্রিন্টিং প্রেস হওয়ায় প্রচুর পরিমাণে সেখানে দাহ্য পদার্থ মজুত ছিল বলে দাবি। আর সেই কারণে আগুন মুহূর্তে মারাত্মক আকার নেয়। একেবারে কালো ধোঁয়ায় ভরে যায় আশেপাশের এলাকা। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে গ্যাসমাস্ক পড়ে ভিতরে ঢুকতে হন দমকল কর্মীদের।

    জানা যাচ্ছে, বিধ্বংসী আগুনে আশেপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য বিশেষভাবে সতর্ক দমকল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন দমকল এবং পুলিশের আধিকারিকরা।
  • Link to this news (প্রতিদিন)