• গৃহকর্তার চোখের সামনে স্ত্রী ও দেড় বছরের শিশুকন্যাকে আছড়ে মারল হাতি, হামলায় একদিনেই ৩ জনের মৃত্যু...
    আজকাল | ২৩ অক্টোবর ২০২৫
  • প্রকাশ মণ্ডল, আলিপুরদুয়ার: লোকালয়ে হাতির হামলা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে মাদারিহাট থানার অন্তর্গত মধ্য খয়েরবাড়ি এলাকায়। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা সোনাই মুন্ডা ও তাঁর পরিবার বুধবার সন্ধ্যা নাগাদ কালীপুজোর উৎসবের মাঝে এলাকার এক আত্মীয়ের বাড়ি ঘুরতে গিয়েছিলেন। গভীর রাতে অন্যান্য আত্মীয়দের সঙ্গে সেখান থেকে ফেরার সময় বাড়ির সামনেই আচমকা একটি বুনো হাতি জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং পরিবারের সদস্যদের সামনেই সোনাই মুন্ডা'কে শুঁড় দিয়ে টেনে নিয়ে যায়। সেই সময় সোনাই মুন্ডা'র কোলে তার দেড় বছরের শিশু কন্যাও ছিল। আচমকা হাতির হানা ঘটায় অন্যান্যরা প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটে পালায়। সোনাই মুন্ডা'র চিৎকার শুনে এলাকার অন্যান্য গ্রামবাসিন্দারাও ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। স্ত্রী ও শিশুকে রক্ষা করতে গ্রামবাসীদের নিয়ে বুনো হাতিটির পিছু নেয় সোনাইয়ের স্বামী সীতারাম মুন্ডা। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। জঙ্গলের সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই গৃহকর্তা। গ্রামবাসীদের পৌঁছনোর আগেই হাতি সোনাই মুন্ডা ও তাঁর দেড় বছরের শিশু কন্যাকে আছড়ে মারে। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবার ও আত্মীয়রা। 

    কোনওরকমে দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, গত গত দুদিন ধরে এলাকায় একটি হাতির উৎপাত দেখা যাচ্ছিল। বুধবার গভীররাতে এই ঘটনা ঘটার আগে সন্ধ্যা নাগাদ বুনো হাতির হানায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়। একই দিনে এলাকায় হাতি হানায় মোট তিন জনের মৃত্যু হয়েছে। এলাকায় হাতির আনাগোনা বেড়েছে বলে স্বীকার করেছে জলদাপাড়া বন বিভাগ। এই বিষয়ে জলদাপাড়া অভয়ারণ্যের ডিএফও প্রবীণ কাসওয়ান জানান, 'এলাকায় বনকর্মীদের টহলদারি বাড়ানো হয়েছে। সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।'
  • Link to this news (আজকাল)