• কাল থেকে ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা, মাসের শেষে হাওয়াবদল!
    আজ তক | ২৩ অক্টোবর ২০২৫
  • বর্ষা বিদায় নিলেও রাজ্যের আবহাওয়ায় এখনও বৃষ্টির ছোঁয়া লেগে আছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বড় কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মাসের শেষ দিকে রাজ্যের একাধিক জেলায় ফের হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই রাজ্যে ধীরে ধীরে শীতের আমেজও অনুভূত হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা।

    দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম
    কালীপুজো ও ভাইফোঁটার সময় কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি হয়নি, এবং বৃহস্পতিবারও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। তবে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। শনিবার দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা রবিবার আরও কিছু জেলায় বিস্তৃত হতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, এই বৃষ্টিগুলি স্থানীয় মেঘের প্রভাবে হবে এবং তা দীর্ঘস্থায়ী নয়।

    উত্তরবঙ্গে পার্বত্য জেলায় বৃষ্টির ইঙ্গিত
    উত্তরবঙ্গেও আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারসহ পার্বত্য এলাকায় শুক্রবার ও শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে শনিবার উত্তরবঙ্গের প্রায় পাঁচটি জেলায় বৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

    নিম্নচাপের কারণে দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস
    এদিকে, মৌসম ভবন জানিয়েছে যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ শিগগিরই অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্ত বরাবর স্থলভাগে প্রবেশ করতে পারে। এর ফলে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকলেও পশ্চিমবঙ্গে এর প্রত্যক্ষ প্রভাব কম থাকবে। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশে জলীয় বাষ্প ঢুকে আর্দ্রতা বেড়েছে।

    শীতের আগমন ও তাপমাত্রার প্রবণতা
    আবহাওয়াবিদদের মতে, সাধারণত অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বা নভেম্বরের শুরুতেই রাজ্যে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করে। তবে এখনই বড় কোনও ঠান্ডার ইঙ্গিত নেই। কলকাতায় দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে, আর রাতের তাপমাত্রা ২৫ ডিগ্রির আশপাশে।

    সার্বিকভাবে, বর্ষা বিদায় নিলেও নিম্নচাপের প্রভাবে রাজ্যে কিছু বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তবে মাসের শেষেই শীতের হালকা পরশে বদলে যেতে পারে বাংলার আবহাওয়া, আর সেই অপেক্ষাতেই রাজ্যজুড়ে এখন উৎসব-পরবর্তী হালকা উত্তেজনা।

     
  • Link to this news (আজ তক)