বিহার ভোট: মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী, ঘোষণা ইন্ডিয়া শিবিরের
বর্তমান | ২৩ অক্টোবর ২০২৫
পাটনা, ২৩ অক্টোবর: দীর্ঘ দড়ি টানাটানির অবসান। আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বে বিহারে ভোট-যুদ্ধে নামছে ইন্ডিয়া শিবির। জোট ক্ষমতায় এলে তিনিই মুখ্যমন্ত্রী হবেন। বৃহস্পতিবার পাটনায় এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সেইসঙ্গে সমস্ত জল্পনায় ইতি পড়ল। এদিকে উপমুখ্যমন্ত্রী পদে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিকাশীল ইনসান পার্টি-র (ভিআইপি) প্রধান মুকেশ সাহানির নাম।
ভোটের আগে নিজেদের ঐক্যবদ্ধ ছবি তুলে ধরতে মরিয়া ইন্ডিয়া শিবির। আসন সমঝোতার ক্ষেত্রে শরিকদের মধ্যে ঐকমত্য হয়নি। একাধিক আসনে একে-অন্যের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না প্রতিপক্ষ গেরুয়া শিবির। এই অবস্থায় জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তেজস্বীর নাম ঘোষণা করে পাল্টা চাল দিল ইন্ডিয়া শিবির। এমন একটা সময়ে এই ঘোষণা করা হল যখন মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে পাটুলিপুত্রে এনডিএ-র দুই প্রধান জেডিইউ এবং বিজেপির মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে।
‘মহাগঠবন্ধনে’র জট কাটাতে দিল্লি থেকে পাটনায় ছুটে এসেছিলেন কংগ্রেস নেতা অশোক গেহলোট। এদিন সাংবাদিক বৈঠকে বর্ষীয়ান এই নেতা বলেন, ‘বিহারের আসন্ন নির্বাচনে তেজস্বী জোটের মুখ্যমন্ত্রী পদে মুখ। সমস্ত সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আরও জানিয়েছেন যে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে উপমুখ্যমন্ত্রী পদে পিছিয়ে পড়া গোষ্ঠী থেকে আরও একজন নেতাকে বেছে নেওয়া হবে। উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর বিহারে প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১১ তারিখ। ১৪ নভেম্বর ফলাফল ঘোষণা।