গুয়াহাটি, ২৩ অক্টোবর : অসমের কোকরাঝাড়ে রেললাইনে আইইডি বিস্ফোরণ। যার ফলে বৃহস্পতিবার সকালে বিপর্যস্ত হয় রেল পরিষেবা। যার ব্যাপক প্রভাব পড়েছে নিম্ন অসম ও উত্তরবঙ্গে।
জানা গিয়েছে, গতকাল মধ্যরাতে কোকরাঝাড় ও সালাকাঠি স্টেশনের মধ্যে বিস্ফোরণ ঘটানো হয়। যার ফলে উড়ে যায় প্রায় তিন ফুট রেললাইন। বিস্ফোরণের তীব্রতা এত প্রবল ছিল যে সেটি কয়েক মিটার দূরে গিয়ে পড়ে। যদিও ট্রেন লাইনচ্যুত হওয়ার কোনও ঘটনা ঘটেনি। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ‘বিস্ফোরণে রেললাইনের খুব সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে সেটি দ্রততার সঙ্গে মেরামত করে ফেলা সম্ভব হয়েছে। বর্তমানে ওই ট্রেন চলাচল করছে।’
এদিকে, বিস্ফোরণে রেললাইনের একাংশ উড়ে যাওয়ার বিষয়টি নজরে আসার পরে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। যার প্রভাব ছিল সকাল প্রায় ৮টা পর্যন্ত। নিম্ন অসম এবং উত্তরবঙ্গে আপ ও ডাউন লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে। ট্রেন চলাচল শুরুর আগে ওই গোটা রেললাইনে তল্লাশি চালান নিরাপত্তাকর্মীরা।