কলকাতা, ২৩ অক্টোবর: সকাল থেকে চাঁদি ফাটা রোদ। তীব্র গরমে কাহিল অবস্থা কলকাতাবাসীর। আপাতত স্বস্তির কোনও সুখবর দিতে পারল না হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যে সরে গিয়েছে উত্তর তামিলনাড়ু-দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে। যার ফলে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে। যদিও তামিলনাড়ুর উপকূলীয় বিভিন্ন জেলায় বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।চলতি বছরে এখনও পর্যন্ত ভারতীয় উপকূলের আরব সাগর ও বঙ্গোপসাগর মিলিয়ে মাত্র একটি ঘূর্ণিঝড় হয়েছে। অক্টোবর মাসের একেবারে গোড়ায় আরব সাগরে তীব্র ঘূর্ণিঝড় ‘শক্তি’ তৈরি হলেও সেটি শেষপর্যন্ত উপকূলে আছড়ে না পড়ে সমুদ্রের মধ্যে দুর্বল হয়ে যায়।