গ্রামরক্ষী বাহিনীর কালীপুজো উপলক্ষে পুলিশকে জন সংযোগ বাড়ানোর ডাক দিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস। এর পাশাপাশি থানার পুজোয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও বেশি করে এলাকার মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানালেন তিনি।
গ্রামরক্ষী বাহিনীর কালীপুজো উপলক্ষে তিনি আউশগ্রাম থানায় আসেন। সেখানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফলদের হাতে পুরস্কার তুলে দেন। কাজে বিশেষ পারদর্শিতার জন্য সিভিক ভলান্টিয়ার এবং ট্রাফিক হোমগার্ড মিলিয়ে ২০জনের হাতে বিশেষ সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। এর আগে এক চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন পুলিশ সুপার।
পরে তিনি বলেন, প্রত্যেক থানায় গ্রামরক্ষী বাহিনীর উদ্যোগে কালীপুজোর আয়োজন করা হয়েছে। আউশগ্রাম থানা খুব ভালোভাবে সেই আয়োজন করেছে। এজন্য থানার আধিকারিক এবং গ্রামরক্ষী বাহিনীর সদস্যদের প্রশংসা করেন তিনি। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে উৎসবের মরশুমে এবং সারা বছর পুলিশ কর্মীরা রাস্তায় থাকেন। তাঁরা সব সময় মানুষকে নিরাপত্তা দেন। তাই কোনও সমস্যা হলে পুলিশকে সঙ্গে সঙ্গে জানানোর কথাও বলেন তিনি।