• ফের স্বাভাবিকের পথে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ, খুলছে বিকল্প রাস্তা
    দৈনিক স্টেটসম্যান | ২৩ অক্টোবর ২০২৫
  • অবশেষে স্বস্তির খবর দুধিয়া-মিরিক রোডের যাত্রী ও পর্যটকদের জন্য। চলতি সপ্তাহের শেষেই শিলিগুড়ি-মিরিক পথে যান চলাচল আংশিকভাবে শুরু হতে পারে। বালাসন নদীর উপর দুধিয়া সেতু ভেঙে পড়ার পর প্রায় তিন সপ্তাহ ধরে এই পথ বন্ধ ছিল। তবে প্রশাসনের উদ্যোগে বিকল্প রাস্তার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে।

    গত ৫ অক্টোবর টানা বর্ষণে ফুলে ওঠে বালাসন নদী। অতিরিক্ত জলে ভেসে যায় দুধিয়া সেতুর একাংশ, বন্ধ হয়ে যায় শিলিগুড়ি-মিরিক যোগাযোগ। এর ফলে পর্যটক, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েন। স্থায়ী সেতু মেরামতের কাজ এখনই সম্পন্ন করা সম্ভব নয়। তাই পূর্ত দপ্তর হিউম পাইপ বসিয়ে একটি অস্থায়ী রাস্তা তৈরির উদ্যোগ নেয়। প্রশাসন সূত্রে খবর, আগামী মঙ্গলবারের মধ্যে সেই বিকল্প রাস্তার মূল কাজ শেষ হবে। এরপর মাটি ফেলে রাস্তা শক্ত করার পর ছোট যানবাহনের জন্য পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হবে।

    মিরিক পুরসভার প্রশাসক এল.এন. রাই বলেন, ‘দুধিয়ার এই বিকল্প পথ চালু করতে পারলে শিলিগুড়ি ও মিরিকের যোগাযোগ দ্রুত স্বাভাবিক হবে। আমাদের লক্ষ্য, এই সপ্তাহের মধ্যেই রাস্তা খুলে দেওয়া।’ প্রায় ২২০ মিটার দীর্ঘ এই বিকল্প রাস্তায় আপাতত ছোট গাড়ি চলবে। পরিস্থিতি অনুকূলে থাকলে পরবর্তীতে বড় যানবাহনের অনুমতিও দেওয়া হতে পারে। প্রশাসনের আশা, নতুন এই পথ চালু হলে দুধিয়া ও মিরিক অঞ্চলের ব্যবসা-বাণিজ্য এবং পর্যটনে ফের প্রাণ ফিরে আসবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)