বন্যা-ধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাহাড়ে। আপাতত দুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে পাহাড়। প্রায় প্রতিদিনই কাঞ্চনজঙ্ঘার দেখা মেলায় পাহাড়ে ফের ভিড় জমাচ্ছেন পর্যটকরা। এরই মধ্যে পর্যটকদের জন্য সুখবর। দুর্যোগের জেরে তিস্তায় বন্ধ থাকা রিভার র্যাফটিং ফের চালু হয়েছে। তবে পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে এবার বেশ কিছুটা কড়াকড়ি শুরু হয়েছে।
লাইফ জ্যাকেট, হেলমেট পরার পাশাপাশি নদীতে যাতে কেউ স্টান্ট না করেন, সেদিকেও নজর রাখছে জিটিএ। কোনওরকম দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য সবরকমের সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। জিটিএ পর্যটন বিভাগের ফিল্ড ডিরেক্টর দাওয়া গ্যালপো শেরপা বলেন, ‘পর্যটকেরা রিভার র্যাফটিং করতে ভালোবাসেন। তাই পুনরায় তা চালু করার জন্য গাইডদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, অ্যাডভেঞ্চার ট্যুরিজমের মধ্যে অন্যতম রিভার র্যাফটিং। তিস্তায় এই রোমাঞ্চকর অনুভূতি নিতে প্রতিবছরই দেশ, বিদেশের পর্যটকরা উত্তরবঙ্গে ভিড় জমান আসেন। অবশ্য এই মজা নিতে অনেকে ঋষিকেশ, মানালি, লাদাখ, কুর্গকেও বেছে নেন। তবে তিস্তায় র্যাফটিংয়েরও চাহিদা রয়েছে।