গাইঘাটায় তরুণীকে কটূক্তি ও মারধরের ঘটনায় গ্রেপ্তার ৪
দৈনিক স্টেটসম্যান | ২৩ অক্টোবর ২০২৫
গাইঘাটায় তরুণীকে কটূক্তি ও হেনস্থার ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার কালীপুজোর দিন রাতে বন্ধুর সঙ্গে ঠাকুর দেখে ফেরার পথে হেনস্থার শিকার হয়েছিলেন ওই তরুণী। পাশাপাশি তরুণীর বন্ধু ও চিকিৎসক দাদাকেও মারধর করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। সেই অভিযোগের প্রেক্ষিতে ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের নাম, বাবান রায় (১৯), আকাশ দাস (১৯), জয়ন্ত দত্ত (২২) ও অরিন্দম রায়। অভিযুক্তরা সকলেই গাইঘাটারই বাসিন্দা। অন্যতম অভিযুক্ত অরিন্দমকে চাঁদপাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্যাতিতা তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, তিনি তাঁর বন্ধুর সঙ্গে বাইকে চেপে কালীঠাকুর দেখে বাড়ি ফিরছিলেন। সেই সময় একদল যুবক তাঁদের পথ আটকায়। তাঁর উদ্দেশে কটূক্তিও করে। দুষ্কৃতীদের মধ্যে একজন তাঁর হাত ধরে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। তাঁর বন্ধুকেও লোহার রড দিয়ে ব্যাপক মারধর করা হয়। সেই সময় ওই তরুণী কোনওভাবে তাঁর দাদাকে ফোনে ঘটনার কথা জানান।
দাদা নিজের বন্ধুদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। তরুণীর দাদার মাথা লক্ষ্য করে ইট ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে। মারধরের ঘটনায় দাদার নাক ফেটে গিয়েছে। অন্যদিকে ঘটনাস্থলের পাশের রেললাইন থেকে পাথর তুলে তরুণীকে আঘাত করেন অভিযুক্তরা। এমনকী তাঁর হাতে কামড়েও দেওয়া হয় বলে অভিযোগ।
তরুণীর আক্রান্ত দাদা মেডিক্যাল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন নির্যাতিতা তরুণী ও তাঁর পরিবারের সদস্যরা। তরুণীর অভিযোগের ভিত্তিতে ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।