সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলের নেশাই কাড়ল প্রাণ। মোবাইলে ভিডিও বানাতে গিয়ে ওড়িশার পুরীতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক নাবালকের। মঙ্গলবার ঘটনাটি ঘটলেও, তা প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, ওই নাবালক মঙ্গলাঘাট এলাকার বাসিন্দা। এদিন সকালে মায়ের সঙ্গে সে দক্ষিণা কালী মন্দিরে এসেছিল। বাড়ি ফেরার কিছুক্ষণ আগে রেললাইনের ধারে সে রিলস বানাচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, ওই নাবালক রেললাইনের একদম ধারে গিয়ে মোবাইলে ভিডিও বানাতে শুরু করে। সেই সময় পিছন থেকে একটি ট্রেন আসছিল। সূত্রের খবর, রিলস বানানোর নেশায় সে এতটাই বুঁদ ছিল যে ট্রেনের আওয়াজ তার কানে আসেনি। ট্রেনটি একদম কাছে চলে এলে তখন তাঁর সম্বিত ফেরে। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। মুহূর্তেই তাকে ধাক্কা মারে ট্রেনটি। এরপরই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ এবং রেলের আধিকারকরাও। জানা গিয়েছে, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় নাবালকের।
দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে নাবালকের পরিচয় প্রকাশ করা হয়নি। তাছাড়া কোনও ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে, সেটাও এখনও জানা যায়নি।