• লাদাখের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক কেন্দ্রের, এবার মিটবে সমস্যা?
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা-সহ একাধিক দাবিতে গত মাসের শেষে উত্তপ্ত হয়ে উঠেছিল লাদাখ। পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল চার জনের। গ্রেপ্তার হন আন্দোলনের মুখ পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তারপর থেকেই থমথমে পরিস্থিতি ওই অঞ্চলে। এই অবস্থায় বুধবার লাদাখের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসল কেন্দ্র। তাহলে এবার কি সব সমস্যার অবসান ঘটতে চলেছে?

    জানা গিয়েছে, এদিন নয়াদিল্লিতে লেহ অ্যাপেক্স বডি (এলএবি) এবং কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (কেডিএ)-এর নয় প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন লাদাখের সাংসদ মহম্মদ হানিফা জান। সূত্রের খবর, বৈঠকে লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পাশাপাশি সোনমের মুক্তির দাবিও জানিয়েছে তাঁরা। এখানেই শেষ নয়। আগামী দু’সপ্তাহের মধ্যে ফের দু’পক্ষ আলোচনায় বসবে বলে জানা গিয়েছে।

    দীর্ঘ দু’ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হানিফা বলেন, “আলোচনায় মূলত চারটি প্রধান বিষয়ে আলোচনা হয়েছে। সেগুলি হল ? লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া, ষষ্ঠ তফসিলের আওতায় অন্তর্ভুক্তি, সংরক্ষণ এবং সোনমের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার।” তিনি আরও বলেন, “চারটি বিষয় নিয়েই আমাদের গঠনমূলক আলোচনা হয়েছে। লাদাখকে রক্ষা এবং লাদাখের জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে দু’পক্ষই একমত হয়েছে।”

    লাদাখকে পূর্ণরাজ্যের মর্যাদা দিতে হবে, ওই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে সংবিধানের ষষ্ঠ তফসিল দ্রুত কার্যকর করতে হবে, লাদাখের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন চালু করতে হবে এবং লাদাখে একটির বদলে দুটি লোকসভা কেন্দ্র তৈরি করতে হবে। এই দাবিতে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন সোনম। ম্যাগসাইসাই জয়ী ওই গবেষকের মতে, লাদাখ সংক্রান্ত একাধিক সিদ্ধান্তের কারণে ক্রমেই ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এই এলাকা। যদিও এই মানুষটিকেই গ্রেপ্তার করা হয়েছে। এমনকী পরিবেশকর্মীর পাকিস্তানের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ এনেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)