• মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি! দিল্লিতে ফিরল পাটনাগামী স্পাইসজেটের বিমান
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পাটনাগামী স্পাইসজেটের একটি বিমান। জানা গিয়েছে, ওড়ার পরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তারপরই উড়ানটি দিল্লিতে ফিরে যায়। তবে ঘটনায় বিমানের সমস্ত যাত্রীই সুরক্ষিত রয়েছে বলে খবর।

    জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা ৪১মিনিট নাগাদ দিল্লি থেকে বিমানটি পাটনার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু উড়ানের কিছুক্ষণ পরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। সামান্য কাঁপতেও থাকে উড়ানটি। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি পাইলট উড়ানটিকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতো যোগাযোগ করা হয় দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সবুজ সংকেত মিলতেই সেটি রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারপরই বিমানের সমস্ত যাত্রী এবং ‘ক্রু’-দের নামিয়ে দেওয়া হয়।

    জানা গিয়েছে, উড়ানটিতে মোট ২০৫ জন যাত্রী এবং ৭ জন ‘ত্রু’ ছিলেন। ঘটনায় কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। কিন্তু বিমানটির ঠিক কোথায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তা এখনও জানা যায়নি। বিমান সংস্থার তরফেও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
  • Link to this news (প্রতিদিন)