কোলাঘাটের হোসিয়ারী কারখানায় বিধ্বংসী আগুন, ভস্মীভূত কয়েক লক্ষ টাকার দ্রব্য
প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
সৈকত মাইতি, তমলুক: কোলাঘাটের হোসিয়ারী কারখানায় বিধ্বংসী আগুন। ভস্মীভূত কয়েক লক্ষ টাকার হোসিয়ারী দ্রব্য। জানা যায়, ভোর ছ’টা নাগাদ ওই কারখানায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালান দমকল কর্মীরা। কিন্তু ওই কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ আকার নেয়। কীভাবে এই আগুন লাগল তা স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান দমকলের।
যদিও স্থানীয়দের দাবি, এদিন ভোরবেলায় এলাকায় আতশবাজি ফাটানো হচ্ছিল। সেই আতশবাজির আগুনে ফুলকি থেকেই এই বিপত্তি ঘটে বলে দাবি স্থানীয়দের। দমকলের তরফে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
কোলাঘাটের কুমারহাট এলাকায় ওই হোসিয়ারী কারখানা। জানা যায়, সেখানে প্রচুর পরিমাণ কাপড় জামা মজুত ছিল। তবে এদিন ভাতৃদ্বিতীয়া থাকায় কারখানায় ছুটি ছিল না। ফলে কোনও শ্রমিক ছিলেন না। ফলে হতাহতের কোনও ঘটেনি। তবে বিধ্বংসী আগুনে কারখানায় থাকা যন্ত্রপাতি এবং কয়েক লক্ষ টাকার হোসিয়ারী দ্রব্য সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা উপদেষ্টা নারায়ণচন্দ্র নায়ক জানিয়েছেন, ”এদিন ভোর ৬টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে পুরো কারখানাটিতে তা ছড়িয়ে পড়ে।” শুধু তাই নয়, আগুন এতটাই ভয়ংকর আকার নেয় যে মুহূর্তে তা ভস্মীভূত হয়ে যায় বলে জানান নারায়ণচন্দ্র নায়ক। তবে কীভাবে এই আগুন তা এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে পুরো ঘটনা খতিয়ে দেখছে কোলাঘাট থানার পুলিশ।