• ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনা! করিমপুরে মৃত যুবক, আহত ৫
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • রমণী বিশ্বাস, তেহট্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনা করিমপুরে। দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৫। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুর থানার গড়াইমারি কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শুভ বিশ্বাস। বয়স ১৯ বছর। বাড়ি করিমপুর থানার কাগজিপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুভ তাঁর দুই বন্ধুকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। বাইক করে ঠাকুর দেখছিলেন তাঁরা। যান তেহট্টের নাজিরপুর এলাকায় কালীপুজোর মেলায়। সেখান থেকে ফেরার পথে গড়াইমারি কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি বাইকে ধাক্কা মারে। ওই বাইকেও মোট তিনজন ছিলেন। ধাক্কার অভিঘাতে ছয়জনই ছিটকে পড়েন রাস্তায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। আহতদের মধ্যে তিনজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে শুভকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

    প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়ি দু’টি বেপরোয়া গতিতে ছুটছিল। নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি গাড়ির ধাক্কা লাগে। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তরতাজা প্রাণ চলে যাওয়া শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
  • Link to this news (প্রতিদিন)