বোনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত চিকিৎসক দাদা! গাইঘাটা কাণ্ডে গ্রেপ্তার ৪
প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: কালীপুজোর রাতে ঠাকুর দেখে ফেরার পথে তরুণীকে কটূক্তি। প্রতিবাদ করায় মারধর। তরুণীর ফোন পেয়ে বোনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে ‘আক্রান্ত’ চিকিৎসক দাদা। তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বনগাঁর গাইঘাটার সেই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁদের আদালতে পেশ করা হবে।
ধৃতদের নাম বাবান রায় (১৯), জয়ন্ত দত্ত (২২), আকাশ দাস (১৯) ও অরিন্দম রায়। ধৃতরা প্রত্যেকেই গাইঘাটারই বাসিন্দা। অরিন্দম ওরফে অনুপকে চাঁদপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তরুণী তাঁর বন্ধুর সঙ্গে ঠাকুর দেখে বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরেই জনা কয়েক তাঁদের পথ আটকায় বলে অভিযোগ। তাঁদের কটুক্তি করা হয় বলে দাবি! সেই ঘটনার প্রতিবাদ করলে তরুণীর সঙ্গে থাকা বন্ধুকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে যুবকদের বিরুদ্ধে। তরুণী বাধা দিলে তাঁর হাতেও কামড় দেওয়া হয় বলে অভিযোগ।
তরুণী তাঁর দাদা মেডিক্যাল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমন সাহাকে ফোন করে বিষয়টি জানান। তিনি ঘটনাস্থলে আসলে তাঁকেও রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে ওই যুবকদের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ জানায় তরুণী ও তাঁর পরিবার। তদন্তে নামে পুলিশ। তারপরই গ্রেপ্তার করা হল চারজনকে। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে।