• কালী ঠাকুর বিসর্জনে গিয়ে রাতভর নিখোঁজ, ভাইফোঁটার সকালে উদ্ধার যুবকের দেহ
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বিসর্জনে গিয়ে কালী প্রতিমায় নিচে চাপা পড়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন যুবক। ভাইফোঁটার সকালে উদ্ধার হল নিথর দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

    জানা গিয়েছে, মৃতের নাম লালু চৌহান। মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরের বাসিন্দা তিনি। মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের রয়েছে তারা মায়ের মন্দির। বুধবার মা কালীর বিগ্রহ বিসর্জন দিতে বুধবার রাতে কয়েকজনের সঙ্গে হুগলি নদীতে যান ৪১ বছরের লালু চৌহান। লালুর সঙ্গে ঠাকুর বিসর্জন দিতে যাওয়া এক ব্যক্তি সঞ্জীব মাহাতো জানান, “পেশায় ফলবিক্রেতা লালু মহেশতলার অরুণ মিস্ত্রি নদিঘাটে ঠাকুর ফেলার সময় দুর্ভাগ্যজনকভাবে মূর্তির তলায় চাপা পড়ে যান। নদীতে তলিয়ে যান তিনি। সারারাত ধরে অনেক খোঁজাখুঁজি পরেও তাঁর কোনও হদিশ মেলেনি।” 

    রাতভর তল্লাশিতেও হদিশ মেলেনি যুবকের। বুধবার নদীর জেটির কাছ থেকে উদ্ধার হয় অরুণের নিথর দেহ। এলাকার বাসিন্দা সুনিতা দেবী বলেন, “আজ সকালে জেটির কাছে দেহটি আটকে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে মহেশতলা থানার পুলিশকে খবর দেওয়া হয়। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে।” ভাইফোঁটার দিন সকালে দেহ উদ্ধারের ঘটনায় এক লহমায় বদলে গিয়েছে পরিস্থিতি।
  • Link to this news (প্রতিদিন)