• বীরভূমের স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব মাতাল যুবকের, ইটের ঘায়ে ফাটল নার্সের মাথা 
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • দেব গোস্বামী, বোলপুর: উলুবেড়িয়া হাসপাতালের জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি ও শারীরিক নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনায় ট্রাফিক হোমগার্ড-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যেই বীরভূমে এক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে স্বাস্থ্যকর্মীকে নিগ্রহের অভিযোগ। একেবারে মদ্যপ অবস্থায় নার্সিং স্টাফের উপর ইট দিয়ে হামলা মদ্যপ যুবকের। ঘটনায় গুরুতর আহত ওই মহিলা। জানা যাচ্ছে, তাঁর মাথায় ২২টি সেলাই পড়েছে। ইতিমধ্যে অভিযুক্ত রাজীব কাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজার থানার কাঁইজুলি বিপিএইচসি’তে। আহত ওই নার্সিং স্টাফের নাম রীনা মণ্ডল। জানা যায়, কাজ শেষে বাড়ি ফেরার ঠিক আগে আচমকা অভিযুক্ত রাজীব বিপিএইচসি’র মধ্যে ঢুকে পড়ে। অভিযোগ, একেবারে মদ্যপ অবস্থায় ছিল সে। ওই অবস্থাতেই স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে বিভিন্ন ওষুধ চাইতে থাকে। এর মধ্যেই অতর্কিতে কর্তব্যরত রীনা মণ্ডলের উপর অভিযুক্ত রাজীব কাহার হামলা চালায়। একেবারে পাথর দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন ওই স্বাস্থ্যকর্মী।

    ছুটে আসেন হাসপাতালের অন্যান্য কর্মীরাও। একেবারে হাতেনাতে অভিযুক্তকে ধরে ফেলেন তাঁরা। খবর দেওয়া হয় স্থানীয় মহম্মদবাজার থানার পুলিশকে। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। কেন এই হামলা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ধৃতকে দফায় দফায় জেরা করা হচ্ছে। অন্যদিকে গুরুতর অবস্থায় নার্সিং স্টাফকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, তাঁর মাথায় ২২টি সেলাই পড়েছে। অবস্থা যথেষ্টের উদ্বেগের। ঘটনায় আতঙ্কিত ওই স্বাস্থ্যকর্মীর পরিবার।

    রীনা মণ্ডলের স্বামী সন্তোষ ঘোষ জানান, ”পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলেও ঘটনায় প্রচণ্ড আতঙ্কে আছি।” আগামিদিনে ওই স্বাস্থ্যকেন্দ্রে রীনা মণ্ডল ডিউটি করতে পারা নিয়েও সংশয় প্রকাশ করেন। সন্তোষবাবু বলেন, ”একেবারে নির্জন জায়গায় এই স্বাস্থ্য কেন্দ্র। সেখানে আগামিদিনে ওখানে ডিউটি করতে পারবে না।” অবিলম্বে ওই স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পুলিশের নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
  • Link to this news (প্রতিদিন)