• বিবাহিত প্রেমিকার চাপে ভাইফোঁটার সকালে ‘আত্মঘাতী’ ভাই! বধূর শাস্তি চেয়ে থানায় ছুটলেন দিদি
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • অংশুপ্রতিম পাল, খড়গপুর: পরকীয়া সম্পর্কের টানাপোড়েনের জের! ভাইফোঁটার সকালে ঘর থেকে উদ্ধার যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুরে। ভাইফোঁটার প্রস্তুতির মাঝে দুঃসংবাদ পেয়েই বাপের বাড়িতে ছুটে গেলেন যুবকের দিদি। সটান মৃতের প্রেমিকার শাস্তির দাবি নিয়ে হাজির হলেন থানায়। 

    ভাইফোঁটা মানেই বাঙালিদের কাছে অত্যান্ত আবেগের বিষয়। প্রতিবাড়িতেই দাদা-ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দেন বোন বা দিদিরা। আগে থেকেই শুরু হয় প্রস্তুতি। রান্নাবান্না, গিফট, আরও কত কী। খড়গপুরের ইন্দা বয়েজ স্কুল এলাকায় গুঁড়ি পুকুর পাড়ের ঘোষ বাড়িতেও ভাইফোঁটা মানেই উৎসব। তবে মেয়ে রূপালির বিয়ে হয়ে যাওয়ায় একবাড়িতে না থাকলেও ভাইফোঁটার আয়োজন করেছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে মিলল দুঃসংবাদ। ঘর থেকে উদ্ধার হয় ঘোষ বাড়ির ছেলে কৌশিকের ঝুলন্ত দেহ। খবর পেয়েই বাপের বাড়ি ছুটে যান মৃতের দিদি। ভেঙে পড়েন কান্নায়।

    কিন্তু কেন এমন ভয়ংকর সিদ্ধান্ত? মৃতার দিদির দাবি, এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কৌশিক। মহিলার ২ সন্তানও রয়েছে। অভিযোগ, সেই সম্পর্কের সুযোগ নিয়ে মহিলা প্রায়ই যুবকের কাছ থেকে নানাধরনের উপহার দাবি করতেন। আর সেই দাবি পূরণ করতে দোকানে সামান্য টাকার বিনিময়ে কাজ করা কৌশিককে হিমশিম খেতে হত। প্রায়ই মা ও দিদির থেকে টাকা নিতে হত তাকে। রূপালির দাবি, মহিলার চাহিদা ক্রমশ বাড়ছিল। চাহিদা পূরণ করতে না পারলে ব্ল্যাকমেল করত সে। সেই চাপেই নাকি ভিডিও কল করে আত্মঘাতী হয়েছে যুবক। ইতিমধ্যেই যুবকের প্রেমিকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের দিদির। শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)