ভাইয়ের সঙ্গে বচসা করে অভিমানে টাওয়ারে কিশোর, ফোন করে মাকে ডেকেই মরণঝাঁপ!
প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
কল্যাণ চন্দ, বহরমপুর: ভাইফোঁটার সকালে দুই ভাইয়ের বচসা! যার পরিণতি হল ভয়ংকর। অভিমানে টাওয়ারে চড়ে বসল ১৫ বছরের কিশোর। এখানেই শেষ নয়, মাকে ফোন করে তাঁর চোখের সামনে মরণঝাঁপ দিল নাবালক। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া মুর্শিদাবাদের কান্দি-বহরমপুর রাজ্য সড়কের মধ্যবর্তী জীবন্তি গ্রামে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। স্রেফ জামা নিয়ে বচসার জেরেই এই ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম অপূ্র্ব হাজরা। বয়স ১৫ বছর। মুর্শিদাবাদের কান্দি-বহরমপুর রাজ্য সড়কের মধ্যবর্তী জীবন্তি গ্রামে বাবা-মা ও দাদার সঙ্গে থাকত কিশোর। বোন না থাকায় প্রতিবেশী নাবালিকারা ফোঁটা দিত দুই ভাইকে। এবারও তার প্রস্তুতি চলছিল। জানা গিয়েছে, তখনই জামা নিয়ে দাদার সঙ্গে বচসা হয় অপূর্বের। কথা কাটাকাটির পর রাগে বাড়ি থেকে বেরিয়ে যায় অপূর্ব।
জানা গিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে প্রায় ৫০০ মিটার দূরে রাজ্য সড়কের পাশে থাকা একটি মোবাইলের টাওয়ারের মাথায় উঠে পড়ে সে। সেখান থেকেই নাকি মাকে ফোন করে ডাকে অপূর্ব। স্বাভাবিকভাবেই ছুটে যান মহিলা। মাকে দেখামাত্রই নাকি টাওয়ার থেকে ঝাঁপ দেয় কিশোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। হকচকিয়ে যান মৃতের মা-ও। ছেলে যে এমন কিছু করতে পারেন, তা ভাবতেও পারেননি কেউ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।