• বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে হামলা, ভাঙচুর! ফের শিরোনামে দিনহাটার ভেটাগুড়ি
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • বিক্রম রায়, কোচবিহার: ফের একবার শিরোনামে দিনহাটার ভেটাগুড়ি। বিজেপি নেতা রতন বর্মনের বাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ। চলে ভাঙচুরও। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। বিজেপি নেতার অভিযোগ, ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। যদিও ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই জানিয়েছেন তৃণমূলের দিনহাটা ওয়ানবি কমিটির ব্লক সভাপতি অনন্ত বর্মন। তাঁর পালটা দাবি, বিজেপি নিজেদের মধ্যেই ভাঙচুর চালিয়ে তৃণমূল কংগ্রেসের উপর দোষ চাপাতে চাইছে। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

    ভেটাগুড়ির রুয়েরকুঠি এলাকায় ওই বিজেপি নেতার বাড়ি। সেখানেই প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি। জানা যায়, তাঁর অদূরেই বিজেপি নেতার ওই বাড়ি। এলাকায় নিশীথ ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত রতন বর্মন। এমনকী ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবেও দায়িত্ব সামলেছেন। অভিযোগ, বুধবার তাঁর বাড়ি লক্ষ্য করে হামলা চালায় অভিযুক্তরা। চলে ভাঙচুর। বিজেপি নেতার দাবি, ”তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনী এই ভাঙচুর চালিয়েছে।” এমনকী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর পুত্র সায়ন্তন গুহের নেতৃত্বে এই ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রতন বর্মনের।

    যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি শাসকদল তৃণমূলের। দিনহাটা ওয়ান বি কমিটির ব্লক সভাপতি অনন্ত বর্মন বলেন, ”সংবাদমাধ্যমে এই ভাঙচুরের কথা শুনলাম। আসলে বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে।” আর তাই নিজেদের মধ্যেই ভাঙচুর চালিয়ে তৃণমূল কংগ্রেসের উপর দোষ চাপাতে চাইছে বলে দাবি তৃণমূলনেতার। অন্যদিকে কেন এই ঘটনা তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। 
  • Link to this news (প্রতিদিন)