• ‘হেনস্তা’র প্রতিবাদে শুক্রে উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তির আশঙ্কা
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে মারধর এবং ধর্ষণের হুমকির জের। প্রতিবাদে শুক্রবার ৫ ঘণ্টার কর্মবিরতির ডাক রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের। সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে কর্মবিরতি। জরুরি বিভাগ-সহ সর্বত্র কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তার ফলে রোগী এবং রোগীর পরিবারের লোকজনেরা সমস্যায় পড়তে পারেন বলেই আশঙ্কা করা হচ্ছে।

    বর্তমানে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৭০-৮০ জন জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট ডাক্তার রয়েছেন। ১১ দফা দাবিতে কর্মবিরতির সিদ্ধান্ত। দাবিগুলি হল ? নিরাপত্তা বৃদ্ধি, অভিযুক্ত অস্থায়ী হোমগার্ডকে বরখাস্ত করা, হাসপাতালের পুলিশ ফাঁড়িতে পুলিশকর্মী বাড়ানো, প্যানিক বোতাম লাগানো, ওয়ার্ডে ঢোকার মুখে লিফট বন্ধ রাখা, মাত্র একজন করে রোগীর আত্মীয়দের অনুমতি দেওয়া, কর্মীদের সচিত্র পরিচয়পত্র তৈরি করা। তবে পাঁচ ঘণ্টার কর্মবিরতিতে রোগী এবং রোগীর পরিবারের লোকজনেরা সমস্যায় পড়তে পারেন বলেই আশঙ্কা করা হচ্ছে।

    যদিও ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। তারা নিরাপত্তা সংস্থাকে শোকজ করেছে। আগামী ৩ দিনের মধ্যে নিরাপত্তা সংস্থাকে উত্তর দিতে বলা হয়েছে। ঘটনার দিন উপস্থিত থাকা নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে কেন ঘটনার রাতে সেখানে তাদের দেখতে পাওয়া যায়নি। হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিক্য়াল সুপার অ্যান্ড ভাইস প্রিন্সিপাল সুবীর মজুমদার জানিয়েছেন, তারা পুলিশের তদন্তে সন্তুষ্ট। এবং তারা প্রয়োজনীয় নিরাপত্তার ব্যাপারে আরও উদ্যোগী হচ্ছেন। ইতিমধ্যে প্রধান তিন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলালকে পুলিশ সাসপেন্ড করেছে। পুলিশ জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে আরও কেউ যুক্ত কিনা।
  • Link to this news (প্রতিদিন)