কম খরচে নামী ডাক্তার, এসএসকেএমের বাজেট হাসপাতাল ‘অনন্য’তে বাড়ছে ভিড়
প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
স্টাফ রিপোর্টার: দীপাবলির পরে মুখ্যমন্ত্রীর উপহার। ‘অনন্য’। যার পর্দা উঠতে না উঠতেই হুড়োহুড়ি। ব্যাগ্রতা-আগ্রহ চরমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন সৃষ্টি ‘অনন্য’তে চিকিৎসা করাতে উপচে পড়ল ভিড়। বুধবার ২২ অক্টোবর থেকে এসএসকেএমের বাজেট হাসপাতাল ‘অনন্য’তে চালু হল আউটডোর। মাত্র সাড়ে তিনশো টাকার বিনিময়ে যেখানে দেখানো যাচ্ছে প্রখ্যাত, খ্যাতনামা চিকিৎসকদের। বেসরকারি হাসপাতালে যাঁদের ভিজিট কমবেশি দেড়-দু’হাজার টাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৪০ জন রোগী এসেছিলেন বুধবার এসএসকেএম হাসপাতালের ‘বাজেট’ চিকিৎসাকেন্দ্র ‘অনন্য’তে।
কেন এত আগ্রহ মধ্যবিত্তর? এমনিতে সরকারি হাসপাতালে বিনামূল্যে মেলে অত্যাধুনিক চিকিৎসা। সেখানে প্রান্তিক পরিবারের মানুষের উপচে পড়া ভিড়। মধ্যবিত্তরা সে ভিড় এড়িয়ে চলেন। বেসরকারি হাসপাতালে নামজাদা চিকিৎসকের ভিজিট হাজার ছাড়িয়ে যায়। পকেটে টান পড়ার ভয়ে সেদিকে যেতেও কিন্তু কিন্তু করে মধ্যবিত্ত। তাদের জন্যই এবার উৎকর্ষ কেন্দ্র এসএসকেএম হাসপাতালের ‘অনন্য’। কীভাবে প্রি-বুকিং করা যাবে? এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর ডা. মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে কোনও তথ্যের জন্য সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ফোন করতে হবে (০৩৩) ২২০৪-১৯৩১ নম্বরে। আপাতত শুধু আউটডোর চালু হলেও নভেম্বরের মাঝামাঝি থেকে ইন্ডোর পরিষেবাও চালু হবে বলে জানিয়েছেন ডা. মণিময় বন্দ্যোপাধ্যায়।
বুধবার থেকে চালু হওয়া এই আউটডোর পরিষেবা প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। তিনটে স্লটে চলবে আউটডোর। দুপুর ৩টে থেকে বিকেল ৫টা, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা। ইউরোলজি, অর্থোপেডিক, জেনারেল সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্ত্রীরোগ বিভাগ, নিউরো সার্জারি, ফিজিক্যাল মেডিসিন, কার্ডিওলজি, জেনারেল মেডিসিনের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে খ্যাতনামা চিকিৎসকরা বসবেন। আজ বৃহস্পতিবার বিকেল তিনটে থেকে পাঁচটার আউটডোরে থাকবেন প্রখ্যাত চিকিৎসক ডা. গোপালকৃষ্ণ ঢালি, জেনারেল মেডিসিনের চিকিৎসক ডা. নীলাদ্রি সরকার, কার্ডিওলজিস্ট ডা. শঙ্করচন্দ্র মণ্ডল। অন্যদিকে বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটার আউটডোরে থাকবেন প্রখ্যাত অর্থোপেডিক ডা. মুকুল ভট্টাচার্য, জেনারেল সার্জারি ডা. সিরাজ আহমেদ, পালমোনারি মেডিসিনের ডা. অমিতাভ সেনগুপ্ত।
এভাবেই প্রতিদিন প্রতিটি স্লটের দুই ঘণ্টায় তিনটি করে বিভাগের আউটডোর চলবে। সেখানে ওপিডি করবেন তিনজন চিকিৎসক। একজন চিকিৎসক একদিনে একটি স্লটেই বসবেন। একজন চিকিৎসক রোজ ১০ জন করে রোগী দেখবেন। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, প্রি-বুকিংয়ের মাধ্যমে অগ্রিম স্লট বুকিং করা সম্ভব। তবে সেক্ষেত্রে ডাক্তার দেখানোর দিনের ২৪ ঘণ্টা আগে সশরীরে এসে টাকা জমা দিয়ে যেতে হবে। এখনও অনলাইন বা ইউপিআই মাধ্যমে টাকা জমা দেওয়ার ব্যবস্থা চালু হয়নি। অগ্রিম না এসে আউটডোর টাইমের মধ্যে সরাসরি ‘অনন্য’তে গিয়েও টাকা জমা দিয়ে ডাক্তার দেখানো যাবে। এখানে সিস্টেম সম্পূর্ণ বেসরকারি হাসপাতালের মতো। টাকা জমা দিলে কবে, কখন, কত নম্বর রোগী হিসাবে ডাক্তার দেখানো যাবে, সেই সব তথ্য জানিয়ে দেওয়া হবে। এখানে আউটডোরে দেখানোর ফি ৩৫০ টাকা। আউটডোরে দেখানোর পর রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজন হলে আর্থিক সামর্থ্য অনুযায়ী পুরনো উডবার্ন অথবা ‘অনন্য’র মধ্যে থেকে বেড বেছে নেওয়ার সুযোগ থাকবে।