সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে নারী নির্যাতন নিয়ে বারবার সুর চড়িয়েছে বিরোধীরা। তবে শ্লীলতাহানি, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ রুখতে বরাবরই প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি। এই আবহে ভাইফোঁটায় বোনেদের রক্ষার শপথ নিলেন মেয়র ফিরহাদ হাকিম।
প্রতি বছর চেতলা অগ্রণীতে ভাইফোঁটার আয়োজন করা হয়। সেখানেই বিভিন্ন জায়গা থেকে আসা মহিলারা ভাইফোঁটা দেন। সকলের হাত থেকে ফোঁটা নেন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। ওই অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোনেদের রক্ষার শপথ নেন মন্ত্রী। ভাইফোঁটার অনুষ্ঠান প্রসঙ্গে ফিরহাদ বলেন, “ধর্মের উপরে সম্পর্ক। ভাইবোনের বন্ধন কোনও ধর্ম মানে না। এটাই আমাদের বাংলার সংস্কৃতি।”
তিনি আরও বলেন, “যাঁরা মেয়েদের অসম্মান করেন, তাঁরা মানুষ নন। তাঁদের সমাজ থেকে আলাদা করে দিতে হবে। একটা নারীর অসম্মান মানে গোটা মানবজাতির লজ্জা। আমাদের বোনেরা যেমন আজ আমাদের দীর্ঘজীবন কামনা করছে, তেমনই আমাদেরও শপথ নিতে হবে-বোনেদের সম্মান রক্ষায় যদি প্রাণও যায়, তবু লড়ব।” তিনি আরও বলেন, “মনে রাখতে হবে, প্রত্যেকের বাড়িতে মা, বোন আছে। যারা মেয়েদের সম্মান করে না, তারাই এই পশুবৃত্তি করে। এখন সময় এসেছে সমাজকে একসঙ্গে দাঁড়ানোর।”
বলে রাখা ভালো, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে একের পর এক ঘটনা সামনে আসতে থাকে। কসবা, জয়নগর, নিউটাউন, জোকায় একের পর এক নারী নির্যাতনের অভিয়োগ ওঠে। যা নিয়ে সর্বত্র তোলপাড়। সম্প্রতি দুর্গাপুরে ডাক্তার পড়ুয়ার ধর্ষণ কাণ্ড নিয়ে উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার রাতে গাইঘাটায় বোনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত হন দাদা। এমন নানা ঘটনার মাঝে ফিরহাদের মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।