• লাইন ভেঙে CNG কেন? পাম্পকর্মীকে চড় কষিয়ে পাল্টা থাপ্পড় খেলেন খোদ SDM
    এই সময় | ২৩ অক্টোবর ২০২৫
  • কার গাড়িতে আগে জ্বালানি ভরা হবে, তা নিয়ে ঝামেলার সূত্রপাত। পেট্রোল পাম্পের মধ্যে এক পাম্প কর্মীর সঙ্গে তর্কাতর্কি ও মারপিটে জড়ালেন খোদ এসডিএম (সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট) পদমর্যাদার এক অফিসার। ঝামেলার মুহূর্তের ভিডিয়ো ধরা পড়েছে পাম্পের সিসিটিভি ক্যামেরায়। ঘটনাস্থল রাজস্থানের ভিলওয়ারা।

    যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি পেট্রোল পাম্পের এক কর্মীর গায়ে হাত তুলছেন। তারপরেই পাশ থেকে আরও একজন পাম্পকর্মী এসে দাঁড়ালেন তাঁর সামনে। দেহের ভঙ্গিমা দেখে মনে হচ্ছে কোনও কিছু নিয়ে তর্কাতর্কি হচ্ছে। পরের মুহূর্তেই পাম্পের কর্মীকে টেনে চড় মারলেন ওই ব্যক্তি। তারপরেই পাল্টা চড় কষান সেই পাম্পকর্মীও। তারপরেই বাকিরা এসে ধরাধরি করে টেনে নিয়ে যান পাম্পকর্মীকে। আশপাশ থেকে বাকিরাও ছুটে আসেন। সিসিটিভিতেই দেখা গিয়েছে এমন ছবি।

    সংবাদমাধ্যম সূত্রের খবর, গাড়ির পাশ দিয়ে গিয়ে যে ব্যক্তি প্রথম চড় মারেন, তাঁর নাম ছোটু লাল শর্মা। তিনি এখন রাজস্থানের প্রতাপগড়ে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। তাঁর সঙ্গেই পাম্পকর্মীদের ঝামেলা হয়। পিটিআই সূত্রের খবর, ছোটুলাল আগে গাড়ি নিয়ে এসেছিলেন। সিএনজি ভরানোর লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু তাঁর গাড়িতে আগে জ্বালানি না ভরে অন্য একটি গাড়িতে সিএনজি ভরতে শুরু করেন পাম্পকর্মী। তা নিয়ে ঝামেলা শুরু হয়।

    ওই ঘটনায় পাম্পের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত এসডিএম-এর স্ত্রী অভিযোগ করেছিলেন তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করেছেন পাম্পকর্মীরা। যদিও এখনও পর্যন্ত সেই অভিযোগের সমর্থনে কোনও ভিডিয়ো ফুটেজ মেলেনি। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রশ্ন উঠেছে, যদি সত্যিই লাইন ভেঙে সিএনজি দেওয়া হয়েও থাকে, তাহলেও কী ভাবে কাউকে শারীরিক ভাবে আঘাত বা হেনস্থা করা যায়। বিশেষ করে যখন অভিযুক্ত ব্যক্তি প্রশাসনের একজন কর্তা।

  • Link to this news (এই সময়)