• মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনায় ক্ষোভ, শুক্রবার ৫ ঘণ্টার কর্মবিরতি উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে
    এই সময় | ২৩ অক্টোবর ২০২৫
  • মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনায় শুক্রবার ৫ ঘণ্টার জন্যে কর্মবিরতি করবে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন। চিকিৎসককে নিগ্রহের ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

    মোট ১১ দফা দাবিতে কর্মবিরতি করবেন চিকিৎসকেরা। এই ঘটনায় সকল উপযুক্তদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা, অভিযুক্ত ট্রাফিক পুলিশ হোমগার্ডকে স্থায়ীভাবে বরখাস্ত-সহ একাধিক দাবি রয়েছে ডাক্তারদের। অ্যাসোসিয়েশন সূত্রে খবর, শুক্রবার সকাল ন’টা থেকে দুপুর দু’টো পর্যন্ত এই প্রতীকী কর্মবিরতি চলবে।

    মেডিক্যাল কলেজের সিনিয়র প্রেসিডেন্ট ডক্টর অমৃতা ভট্টাচার্য্য বলেন, ‘আমরা সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা শুক্রবার আউটডোর এবং ইমার্জেন্সিতে সকাল ন’টা থেকে দুপুর দু’টো পর্যন্ত প্রতীকী কর্মবিরতি করছি। তবে ওপিডি এবং ইমার্জেন্সি পরিষেবা চালু থাকবে।’ উলুবেড়িয়া-সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি এই ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে যাতে সচেতনতা বৃদ্ধি পায় সেই কারণে এই কর্মবিরতি বলে জানান ডাক্তাররা।

    অন্যদিকে ধৃত অস্থায়ী হোমগার্ড সেখ বাবুলালকে বরখাস্ত করা হয়েছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানান, ইতিমধ্যে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের দ্রুত ধরা হবে বলে বলে জানান পুলিশ সুপার।

    উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সূত্রে খবর, সোমবারের ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালের সিকিউরিটি এজেন্সিকে শোকজ করা হয়েছে। তিন দিনের মধ্যে তাদের উত্তর দিতে বলা হয়েছে। পাশাপাশি ঘটনার দিন সিকিউরিটি এজেন্সির কর্তব্যরত কর্মীদের সঙ্গে বৈঠক করা হয়। ঘটনার সময় তারা উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)