• ‘এভাবে লড়াই করা খুব কঠিন…’, অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ হেরে কাদের দুষলেন গিল?
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়ক হিসাবে নিজের প্রথম ওয়ানডে সিরিজ হেরেছেন, তাও এক ম্যাচ বাকি থাকতে। তাই সাংবাদিক সম্মেলনে এসে নিজের হতাশা লুকোতে পারেননি ভার‍ত অধিনায়ক শুভমান গিল। সাফ জানিয়ে দেন, খুব বড় রান নেই বোর্ডে। সেই অবস্থায় যদি ক্যাচ মিস হয় তাহলে লড়াই করাটাও খুব কঠিন হয়ে পড়ে। তবে পূর্বসুরি রোহিত শর্মার প্রশংসা করতেও ভোলেননি গিল।

    বৃহস্পতিবার ফের টস হারেন অধিনায়ক শুভমান গিল। এই নিয়ে টানা ১৭ বার। টস হেরে কঠিন পরিস্থিতিতে আগে ব্যাট করতে নামতে হয় টিম ইন্ডিয়াকে। বৃষ্টির জেরে ভেজা অ্যাডিলেডের পিচে কার্যত ধুঁকতে থাকে ভারতের টপ অর্ডার। গিল ছাড়াও ব্যর্থ হন বিরাট কোহলি। শেষ পর্যন্ত ভারতীয় দল ২৬৪ রানে গিয়ে থামে। হাসতে হাসতে ২৬৫ রানের টার্গেট হাসিল করে ফেলে অজি ব্রিগেড। শেষদিকে ভারতীয় বোলাররা বেশ কয়েকটি উইকেট তোলেন তবে ততক্ষণে ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছে।

    অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন দু’টি সহজ ক্যাচ মিস করেন মহম্মদ সিরাজ এবং নীতীশ রেড্ডি। নাম না করে এই দু’জনকে সাংবাদিক সম্মেলনে বিঁধেছেন ভারত অধিনায়ক। ম্যাচ শেষে গিল বলেন, ‘‘আমার মনে হয়, আমরা যথেষ্ট ভাল রান করেছিলাম। কিন্তু দুটো ক্যাচ পড়ে গেলে লড়াইটা সহজ হয় না। তা ছাড়া খেলা যত গড়িয়েছে, পিচ ব্যাট করার জন্য তত ভাল হয়েছে।’’ অর্থাৎ ক্যাচ মিসেই ভারতের ম্যাচ মিস হয়েছে বলে মনে করছেন ক্যাপ্টেন।

    তবে রোহিতের প্রশংসা করতে ভোলেননি গিল। সাংবাদিক সম্মেলনে বলেন, “দেখলেন তো রোহিত শর্মা কেমন খেলল। বেশ কিছু দিন বাদে এক দম চেনা মেজাজে দেখা গেল ওকে। ইনিংসের শুরুটা যে ভাবে সামলে দিয়েছে, তাতে আমরা সকলে খুশি।’’ পারথের পর অ্যাডিলেডেও ব্যাট ব্যর্থ হয়েছেন তিনি নিজে। সেই প্রসঙ্গে গিলের মত, অ্যাডিলেডে এদিনের পিচে প্রথম ১০-১৫ ওভার ব্যাট করা খুব কঠিন ছিল।
  • Link to this news (প্রতিদিন)