• জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়েনি! আক্রমণ ধেয়ে আসতেই সাফাই ইস্টবেঙ্গলের
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়েনি ইস্টবেঙ্গল! ঘুরিয়ে এমন অভিযোগ এনেছিলেন ভারতের মহিলা ফুটবল দলের কোচ ক্রিস্পিন ছেত্রী। গতকাল ইরানের বিরুদ্ধে ভারতীয় মহিলা দলের খেলা ছিল। কিন্তু সেই ম্যাচে খেলেননি ইস্টবেঙ্গলের অধিকাংশ ফুটবলাররা। তারপরেই বুধবার গোটা বিষয়টি নিয়ে সাফাই দিয়েছে লাল-হলুদ শিবির। ক্লাবের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ফুটবলার ছাড়ার বিষয়টি নিয়ে ফেডারেশনকে সমস্ত কিছুই জানানো রয়েছে।

    মঙ্গলবার শিলংয়ে খেলতে নামার আগে ক্রিস্পিন বলেন, আমার দলে সন্ধ্যা রঙ্গনাথন, সৌম্যা গুগুলথ, কার্তিকা অঙ্গামুথু, পায়েল বাসুরেরা নেই। এদের অনেকের চোট আছে। কিন্তু সবার মনে রাখা উচিত, দেশ সকলের আগে। ইস্টবেঙ্গলের নাম উল্লেখ না করলেও ক্রিস্পিনের ইঙ্গিত ছিল লাল-হলুদের দিকেই, এমনটা ধরে নেন ফুটবলমহলের একাংশ। সেখান থেকেই অভিযোগ ওঠে, জাতীয় দলের হয়ে খেলার জন্য ফুটবলারদের ছাড়ছে না ইস্টবেঙ্গল।

    বুধবার লাল-হলুদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, জাতীয় দলে খেলার জন্য ইস্টবেঙ্গল সবসময়েই ফুটবলারদের ছেড়ে এসেছে। বর্তমানে ত্রিদেশীয় ফ্রেন্ডলি সিরিজটা ফিফার উইন্ডোর আওতায় পড়ে না। তা সত্ত্বেও পানথোই চানু, শিলকি দেবী এবং সঙ্গীতা বাসফোরকে জাতীয় দলে ছাড়া হয়েছে। জাতীয় দলের হেড কোচ যেসমস্ত ফুটবলারকে না পাওয়া নিয়ে মুখ খুলেছেন, তাদের বর্তমান পরিস্থিতির কথাও জানিয়ে দেওয়া হয়েছেব বিবৃতিতে।

    ইস্টবেঙ্গলের বিবৃতিতে বলা হয়েছে, সন্ধ্যার নাম স্কোয়াডে ছিল না। পারিবারিক সমস্যার কারণে পায়েল জাতীয় দলে যেতে পারেননি। অষ্টম এবং সৌম্যাকে দু’দিন পরে ছাড়তে চেয়েছিল ক্লাব, কারণ তাঁদের রিহ্যাব চলছিল। কিন্তু সেই প্রস্তাবে ফেডারেশন রাজি হয়নি। কার্তিকা নতুন কাজে যোগ দিয়েছেন বলে জাতীয় দলে যেতে পারেননি। এই সমস্ত বিষয় ফেডারেশনকে আগেই জানানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)