• SIR-এর প্রথম দফার জন্য প্রস্তুত কমিশন, শীঘ্রই সময়সূচি প্রকাশের সম্ভাবনা
    এই সময় | ২৪ অক্টোবর ২০২৫
  • দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে দু’দিন ব্যাপী বৈঠক রাজ্যের CEO-দের। জানা গিয়েছে, দু’দিনব্যাপী বৈঠকের মূল আলোচ্য বিষয়ই ছিল SIR ও সেই সংক্রান্ত প্রস্তুতি। এনডিটিভি রিপোর্টে উল্লেখ, দুই পর্যায়ে হবে এই SIR প্রক্রিয়া। ECI সূত্রের মতে, সম্ভবত এই মাসেই দেশব্যাপী SIR-এর প্রথম পর্যায়ের সময়সূচি ঘোষণা করা হবে।

    কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সান্ধু ও ড. বিবেক যোশী সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে ২৮ অক্টোবর SIR নিয়ে হতে পারে বড় ঘোষণা। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ভৌগোলিক অবস্থান, আবহাওয়া এবং নির্বাচন বিধি মাথায় রেখেই তৈরি হবে SIR-এর সময়সূচি।

    সূত্রের খবর, এই সূচিতে অগ্রাধিকার পাবে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরির মতো রাজ্যগুলি, যেখানে ছয় মাসের মধ্যেই রয়েছে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা। একজন ECI আধিকারিক বলেন, ‘বিহারে, SIR প্রক্রিয়ার জন্য ২৪ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় চার মাস সময় লেগেছিল। তবে, কমিশন এখন এই সময়সীমা কমানোর জন্য পরিকল্পনা করেছে। বিহারের CEO এই কার্যকর ম্যাপিং প্রক্রিয়াটি তুলে ধরেছিলেন যা অন্যান্য রাজ্যগুলি এখন গ্রহণ করেছে। অনেকেই ইতিমধ্যেই তাদের সর্বশেষ SIR ভোটার তালিকা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছেন।’

    উল্লেখ্য, প্রক্রিয়াটি সহজ করার জন্য, নির্বাচন কমিশন সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পূর্ববর্তী এবং বর্তমান ভোটার তালিকার প্রাথমিক ভাবে মিলিয়ে দেখতে শুরু করার নির্দেশ দিয়েছে, যাতে ভোটার যাচাই প্রক্রিয়াটি বেশি সময় নেয় না।

  • Link to this news (এই সময়)