নতুন গান উপহার দিয়ে শুভেচ্ছা, মমতার থেকে ফোঁটা নিলেন সিপি সহ নেতারা
দৈনিক স্টেটসম্যান | ২৪ অক্টোবর ২০২৫
রাজ্যবাসীকে ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানিয়ে বৃহস্পতিবার সমাজমাধ্যমে নিজের লেখা ও সুর করা গান পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডলে ২৫ সেকেন্ডের একটি মিউজিক ভিডিও পোস্ট করেন তিনি। গানটির নাম ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা / মঙ্গলদ্বীপে জ্বলুক শিখা।’ গানটি লিখেছেন ও সুর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গেয়েছেন গায়িকা ঐতিহ্য। এদিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ফোঁটা নিয়ে গিয়েছেন সিপি মনোজ ভর্মা, মন্ত্রী ফিরহাদ হাকিম, জাভেদ খান, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসরা।
সদ্য প্রশাসনিক পদ পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁকে এনকেডিএ–র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই আবহে বৃহস্পতিবার ভ্রাতৃদ্বিতীয়ায় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ফোঁটা নিয়েছেন শোভন। তাঁর সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে দূরত্ব তৈরির পর গত বছরও মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠানে গিয়েছিলেন শোভন। সম্প্রতি প্রথমে অভিষেক ও পরে মমতার সঙ্গে দেখা করার পর রাজ্যের প্রশাসনিক পদে ফিরেছেন তিনি। এবার তাঁর দলে প্রত্যাবর্তন শুধু সময়ের অপেক্ষা। এই আবহে ভাইফোঁটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির অনুষ্ঠানে দেখা গেল তাঁকে।
এদিন এক্স হ্যান্ডলে ২৫ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করে মমতা লিখেছেন, ‘ভ্রাতৃদ্বিতীয়ায় সবাইকে আমার শুভেচ্ছা। আমার কথা ও সুরে, ঐতিহ্যর কণ্ঠে ছোট্ট নিবেদন।’ ভাইফোঁটার আগে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো এমনকী কালীপুজোতেও এই একইভাবে নিজের লেখা ও সুর করা গান পোস্ট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা। বাংলার সংগীত জগতের একাধিক শিল্পী তাঁর লেখা গান গেয়েছেন। ভ্রাতৃদ্বিতীয়ার গানটি গেয়েছেন গায়িকা ঐতিহ্য। এদিক ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণদিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন মমতা। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘বাংলা সাহিত্যের দিকপাল, স্বনামধন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণদিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।’
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান হওয়ার পাশাপাশি গান, কবিতা লেখা, সুর দেওয়া, ছবি আঁকা, গল্প লেখা ইত্যাদি কাজ সারা বছর করেন। তাই এবার বাঙালির বিভিন্ন পার্বণে নিজের লেখা ও সুর করা গানের মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। দুর্গাপুজোর সময়ও পুজোর উদ্যোক্তাদের অনুরোধে একাধিক পুজোর গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজোতেও তাঁর একটি গান প্রকাশ পেয়েছিল। সোমবার কালীপুজোর দিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রায় ২ মিনিটের একটি মিউজিক ভিডিও পোস্ট করেছিলেন মমতা। কালীপুজো উপলক্ষে লেখা ওই গানটির নাম ‘অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে/শান্তি নিয়ে এসো মা।’ এই গানটি গেয়েছেন গায়িকা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।