সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করে দিয়েছে ইন্ডিয়া জোট। আর এরপরই এনডিএ-কে খোঁচা দিলেন লালুপুত্র তেজস্বী যাদব। পালটা বিজেপিও কংগ্রেসের নেতৃত্বাধীন ‘মহাগটবন্ধন’কে ‘মহাঠগবন্ধন’ কটাক্ষ করেছে। সব মিলিয়ে জমে গিয়েছে বিহারের ভোটরঙ্গ।
পাটনায় এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী বলেন, ”আমরা কখনওই এই বিষয়ে (মুখ্যমন্ত্রীর মুখ বাছা) বিভ্রান্ত হইনি। আমরা এই বিষয়ে নিশ্চিত ছিলামই। এখন প্রশ্ন হল, এনডিএ-র মুখ কে হবেন? এখনও পর্যন্ত কোনও যৌথ সংবাদ সম্মেলন হয়নি। কোনও কর্মসূচিও ঘোষণা করা হয়নি। মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন, তাও বলা হয়নি। অমিত শাহের বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হবে না।”
তাঁকে পালটা দিয়েছেন বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, ”লালু যাদব খুব দৃঢ়তার সঙ্গে তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এটা কোনও ‘গটবন্ধন’ নয়, বরং ‘ঠগবন্ধন’। নীতিশ কুমারই হলেন এনডিএ-র মুখ্যমন্ত্রী মুখ।”
প্রসঙ্গত, বুধবার আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব-সহ একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা অশোক গেহলট। সেই বৈঠক যথেষ্ট ইতিবাচক হয়েছে বলে দাবি করেন গেহলট। কিন্তু আসনরফা যে চূড়ান্ত হয়নি, সেটা উল্লেখ না করলেও স্বীকার করে নিয়েছেন কংগ্রেস নেতা। তিনি বলেন, “বিহারে ২৪৩টা আসন রয়েছে। তার মধ্যে পাঁচ-দশটা আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হতেই পারে।” তবে গেহলট জানান, তাঁর বিশ্বাস এনডিএর বিরুদ্ধে একজোট হয়েই লড়বে ইন্ডিয়া জোট।
এরপর বৃহস্পতিবারই লালুপুত্রের নাম ঘোষণা করা হল। ইন্ডিয়ার ‘ঐক্য’ বজায় রাখতে বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বিহারে জিতলেও সরকারে বড় পদ পাবে না কংগ্রেস। জোটসঙ্গীদের দাবিতে মাথাই নোয়াতে হয়েছে হাত শিবিরকে।