নভেম্বরেই ভোটার তালিকা সংশোধন, বাংলা-সহ পাঁচ রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক কমিশনের
প্রতিদিন | ২৪ অক্টোবর ২০২৫
বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: সব কিছু ঠিকঠাক চললে নভেম্বরেই শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। বাংলা সহ পাঁচ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, অক্টোবরের মধ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ করার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা কতখানি এগিয়েছে নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে জানতে চান দেশের মুখ্য নির্বাচনী অফিসারের নেতৃত্বে ফুল বেঞ্চ। বুধবার থেকে দিল্লিতে শুরু হয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন সব রাজ্যের সিইওরা।
বৈঠকেই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের সিইওদের জানিয়ে দেওয়া হয়েছে, অক্টোবরের মধ্যেই প্রস্তুতি শেষ করতেই হবে। এই পাঁচ রাজ্য হল, পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরী। জানা গিয়েছে, এই পাঁচ রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের ফুল বেঞ্চ বৃহস্পতিবার সংশ্লিষ্ট রাজ্যের সিইও-দের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠকে করে।
সূত্রের খবর, নভেম্বরের প্রথম দিকেই শুরু হতে পারে এসআইআরের প্রথম পর্যায়ের কাজ। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্ট-এ দু’দিন ধরে হয় এই বৈঠক। সভাপতিত্ব করছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ছিলেন অন্য দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশি। হাজির ছিলেন দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা।
এর আগে ১০ সেপ্টেম্বর হয় ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত প্রাথমিক বৈঠক। সেখানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি জমা দেয় তাদের ভোটার সংখ্যা, শেষ সংশোধনের সময় এবং বর্তমান তালিকার বিস্তারিত তথ্য। এবার সেই তথ্যের ভিত্তিতেই চলছে পরবর্তী মূল্যায়ন। কমিশনের নজর এখন কয়েকটি মূল বিষয়ের দিকে। জানা গিয়েছে, কমিশন সবথেকে বেশি চিন্তিত বুথ লেভেল অফিসারদের নিয়োগ নিয়ে। এখনও পর্যন্ত এই পাঁচ রাজ্যে কতজন বিএলও নিয়োগ করা সম্ভব হয়েছে সেই তালিকায় চাওয়া হয়। যেসব জায়গায় এখনও বুথ লেভেল অফিসার নিয়োগ করা যায়নি সেখানে কতদিনের মধ্যে নিয়োগ শেষ করা যাবে তাও জানতে চাওয়া হয় বলে সূত্রের খবর। কমিশনের এক শীর্ষ কর্তার কথায়, “ভোটার তালিকায় কোনও ভুল যেন না থাকে, সেটাই এখন মূল লক্ষ্য।”