• সোশাল মিডিয়া থেকে ‘বেআইনি’ কনটেন্ট সরানোর নিয়মে বড় বদল কেন্দ্রের, জারি বিজ্ঞপ্তি
    প্রতিদিন | ২৪ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়া থেকে কনটেন্ট সরানোর নিয়মে সংশোধনী আনছে কেন্দ্র। এবার থেকে কেবলমাত্রা কেন্দ্র এবং রাজ্য স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাই ‘ব্লক’ করার বিজ্ঞপ্তি জারি করতে পারবেন। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এমনটাই জানিয়েছে।

    জানা যাচ্ছে, তথ্য প্রযুক্তি বিধি, ২০২১-এর সংশোধনী অনুসারে, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং এক্সের মতো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে কন্টেন্ট ব্লকিং নোটিস দিতে পারবেন কেবলমাত্র যুগ্ম সচিব বা সমমানের পদমর্যাদার নিচে নয় এমন কোনও ঊর্ধ্বতন কর্মকর্তাই। তবে যদি যুগ্ম সচিব নিযুক্ত না করা হয়ে থাকে, সেক্ষেত্রে সম পদমর্যাদার কোনও কর্মকর্তা তা পাঠাতে পারবেন। পাশাপাশি পুলিশ বিভাগের ক্ষেত্রে, কেবলমাত্র বিশেষভাবে অনুমোদিত ডিআইজি পদমর্যাদার নিচে নয় এমন কোনও কর্মকর্তাই নোটিস জারি করতে পারবেন। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘কন্টেন্ট ব্লকিং’ আইনে কিছু পরিবর্তন করা হচ্ছে। এতদিনে ২০০০ সালের তথ্য ও প্রযুক্তি আইন মেনে ‘বেআইনি’ কনটেন্ট সরিয়ে দেওয়া হত। কিন্তু এবার থেকে কেবল সিনিয়র পদমর্যাদার আধিকারিকদেরই এই অধিকার দেওয়া হল।

    সেপ্টেম্বরে এক্স কর্তৃপক্ষের একটি আবেদন খারিজ করে দেয় কর্নাটক হাই কোর্ট। ওই আবেদনে সরকারি কর্তাদের তথ্য ব্লক করার আদেশ জারি করার কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। সেই সময় উচ্চ আদালত জানিয়েছিল, সোশাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা দরকার। এবং এই নিয়ন্ত্রণ অপরিহার্য। বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে, যদি তা না করা হয় তাহলে সংবিধানে বর্ণিত নাগরিকের মর্যাদার অধিকার ব্যাহত হবে। এরপরই এদিন কেন্দ্র এই নয়া বিজ্ঞপ্তি জারি করল।
  • Link to this news (প্রতিদিন)