• ‘লালুর আমলের জঙ্গলরাজ একশো বছরেও ভুলবে না বিহার’, বিরোধীদের তোপ মোদির
    প্রতিদিন | ২৪ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বিহারে তাদের মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করেছে ইন্ডিয়া জোট। আর সেদিনই আক্রমণাত্মক মেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভিডিও কনফারেন্সে তাঁকে বলতে শোনা গেল, যাঁরা বিহারের বর্ষীয়ান বাসিন্দা, তাঁরা যেন নতুন প্রজন্মকে লালুপ্রসাদ যাদবের আমলের বিহারে অপরাধীদের বাড়বাড়ন্ত কেমন ছিল সেটা জানিয়ে দেন। পাশাপাশি বিরোধী জোটকে ‘গটবন্ধন’-এর পরিবর্তনে ‘লাঠবন্ধন’ অর্থাৎ দুষ্কৃতীদের জোট বলেও তোপ দাগেন তিনি।

    ‘মেরা বুথ সবসে মজবুত: যুব সংবাদ’ নামের এক অনুষ্ঠানে এদিন যোগ দেন মোদি। ভিডিও কনফারেন্সে তাঁকে বলতে শোনা যায়, ”আমি বিহারের সমস্ত তরুণদের বলব, প্রতিটি বুথে সকল তরুণদের জড়ো করতে। আর সেই সঙ্গেই সেখানে সেই এলাকার বয়স্কদেরও জড়ো করতে। এবং তাঁদের জঙ্গলরাজের পুরনো গল্পগুলি সবাইকে শোনাতে অনুরোধ করার জন্য।” সেই সঙ্গেই তিনি নীতীশ কুমারের প্রশংসা করে বলেন, এনডিএ ও নীতীশ মিলে বিহারকে জঙ্গলরাজ থেকে বের করে এনে সেখানে আইনের প্রতিষ্ঠা করেন। এরই সঙ্গে বিরোধীদের জোটকে ‘লাঠবন্ধন’ বলে খোঁচা মেরে মোদি বলেন, বিরোধীরা জানেন কেবল নিজেদের মধ্যে মারামারি করতে।

    উল্লেখ্য, এদিনই বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করে দিয়েছে ইন্ডিয়া জোট। এরপরই এনডিএ-কে খোঁচা দেন লালুপুত্র তেজস্বী যাদব। বলেন, ”আমরা কখনওই এই বিষয়ে (মুখ্যমন্ত্রীর মুখ বাছা) বিভ্রান্ত হইনি। আমরা এই বিষয়ে নিশ্চিত ছিলামই। এখন প্রশ্ন হল, এনডিএ-র মুখ কে হবেন? এখনও পর্যন্ত কোনও যৌথ সংবাদ সম্মেলন হয়নি। কোনও কর্মসূচিও ঘোষণা করা হয়নি। মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন, তাও বলা হয়নি। অমিত শাহের বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হবে না।” তারপরই পালটা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, ইন্ডিয়া জোট কোনও ‘গটবন্ধন’ নয়, বরং ‘ঠগবন্ধন’। এবং পরিষ্কার করে দেন নীতিশ কুমারই হলেন এনডিএ-র মুখ্যমন্ত্রী মুখ।
  • Link to this news (প্রতিদিন)