• উৎসবের মরশুমে ভিনরাজ্য থেকে আগ্নেয়াস্ত্র আমদানি! কল্যাণীতে গ্রেপ্তার গুজরাটের যুবক
    প্রতিদিন | ২৪ অক্টোবর ২০২৫
  • সুবীর দাস, কল্যাণী: উৎসবের মরশুমে রাজ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রেপ্তার যুবক। একটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি-সহ হরিণঘাটার বিরহী থেকে ভিন রাজ্যের এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে তাঁরা।

    বৃহস্পতিবার সকালে নদিয়া জেলার হরিণঘাটার বিরহী ১২ নম্বর জাতীয় সড়কের ঘটনা। এদিন সকালে জাতীয় সড়কের উপর এক যুবককে আগ্নেয়াস্ত হাতে ঘুরে বেড়াতে দেখা যায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। এরপরেই স্থানীয়রা খবর দেন হরিণঘাটা থানার অন্তর্গত মোহনপুর পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ।

    ঘটনাস্থল থেকেই আটক করা হয় ওই যুবককে। ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং দু’রাউন্ড গুলি। এরপরই তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় মোহনপুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ ফাঁড়িতে ধৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায় ওই যুবকের নাম সিদ্ধার্থ সিংহ (বিক্রম সিংহ)। ওই যুবকের বয়স ৩১ বছর। তিনি গুজরাটের আমেদাবাদের বাসিন্দা। তাঁর শ্বশুরবাড়ি নদীয়া জেলার শান্তিপুর এলাকায়।

    কী কারনে ধৃত ওই যুবক বিরোহি ১২ নম্বর জাতীয় সড়কে আগ্নেয়াস্ত্র হাতে ঘোরাঘুরি করছিল? কি উদ্দেশ্যে সে এখানে এসেছিল অথবা বেআইনি এই আগ্নেয়াস্ত্র সে কোথায় পেল এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। এর পাহাপাশি এই ঘটনার সঙ্গে অন্য কারোর যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ওই যুবককে কল্যাণী মহাকুমা আদালতে তোলা হয়। ধৃত যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। বিচারপতি সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

    প্রসঙ্গত, মে মাসেও কল্যাণীর সগুনা অঞ্চল থেকে এক যুবককে ধরে পুলিশ। ধৃতের থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই যুবক বিহার থেকে এসে কল্যাণীতে কী করছিলেন এবং আগ্নেয়াস্ত্র পেলেন কী করে সেই উত্তর খুঁজতে তদন্ত শুরু করে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)