শ্যামনগরে রেলের জবরদখল হওয়া পরিত্যক্ত গুদামে আগুন, পুলিশের জালে ১
প্রতিদিন | ২৪ অক্টোবর ২০২৫
অর্ণব দাস, বারাকপুর: শ্যামনগরে রেলের পরিত্যক্ত গুদাম দখল করে চট, কাগজের মতো দাহ্যপদার্থ মজুত করার অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে ওই গুদামে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের দু’টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জবরদখলের অভিযোগে পুলিশের জালে শেখ সিরাজুল নামে ওই ব্যক্তি।
শ্যামনগরের রত্নেশ্বর ঘাটের কাছে অবস্থিত রেলের পরিত্যক্ত গুদাম। সেখানে শেখ সিরাজুল নামে স্থানীয় এক ব্যক্তি চট, কাগজ মজুত করে রাখতেন বলে অভিযোগ। দিনকয়েক আগে বাজির আগুন গ্রাস করে ওই গুদামকে। তারপরেও হুঁশ ফেরেনি সিরাজুলের। বৃহস্পতিবার দুপুরে ফের অঘটন। দাউদাউ করে জ্বলে ওঠে ওই গুদাম। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয়রা জড়ো হয়ে যান। ঘটনাস্থলে পৌঁছয় নোয়াপাড়া থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। ২টি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শেখ সিরাজুলের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন স্থানীয় কাউন্সিলর। তিনি বলেন, “রাতের অন্ধকারে সিরাজুল মালপত্র এনে পরিত্যক্ত গুদামে জমা করে। আজ আগুন দেখার পর আইসিকে ফোন করি। সিরাজুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বিনা অনুমতিতে রেলের পরিত্যক্ত গুদামে মালপত্র বোঝাইয়ের কথা স্বীকার করেন সিরাজুল। ভুল স্বীকার করে তিনি বলেন, “কারও অনুমতি ছাড়াই মালপত্র রাখা হয়েছে। রেলের তরফে এসেছিল একবার। বারণ করেছিল মালপত্র রাখতে। অনেকটাই সরিয়েছি। আস্তে আস্তে জিনিসপত্র ফাঁকা করেছিলাম। তারই মাঝে আগুন লেগেছে। আমি জানিনা কীভাবে আগুন লাগল। জানার পর দমকলকে ফোন করি।” এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। আপাতত পুলিশের জালে সিরাজুল।