• ভাইফোঁটার দিন আচমকা সন্দেশখালিতে সিবিআই, শাহজাহান অনুগামীদের জিজ্ঞাসাবাদ
    প্রতিদিন | ২৪ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইফোঁটার দুপুরে আচমকাই সন্দেশখালিতে হাজির সিবিআই। বৃহস্পতিবার ধামাখালি এলাকায় কেন্দ্রীয় তদন্তকারীদের ৪ সদস্য পৌঁছন। সেখানকার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবাকেন্দ্রে ডেকে পাঠানো হয় সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানের অনুগামীদের। দিনভর তাঁদের ম্যরাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। ব্যাঙ্ক কর্মীদের সঙ্গেও কেন্দ্রীয় আধিকারিকদের কথা হয়েছে। জানা যাচ্ছে, শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতি ও জমি দখলের যে অভিযোগ আছে, সেসবের কিনারা করতে ফের তৎপর হয়েছে সিবিআই। এই সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদের জন্যই তাদের ধামাখালি অভিযান।

    ২০২৪ সালের ৫ জানুয়ারি ভোরে সন্দেশখালি ১ নম্বর ব্লকের অন্তর্গত আগারহাটি এলাকায় রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়েছিল ইডির দল। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বিরুদ্ধে ছিল সেই অভিযান। আর তাতেই শাহজাহান অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের। আদালতের নির্দেশমতো সেই ঘটনার তদন্তভার পায় সিবিআই। সেই ঘটনার তদন্ত করতেই বৃহস্পতিবার সন্দেশখালির ধামাখালি এলাকায় পৌঁছয় সিবিআইয়ের চার সদস্যের একটি দল। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে ডেকে পাঠানো হয় ধামাখালিতে। তাঁদের অনেকেই শেখ শাহজাহানের অনুগামী বলে জানা গিয়েছে।

    ধামাখালি এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবাকেন্দ্রের দোতলায় অস্থায়ী শিবির বসান সিবিআই আধিকারিকরা। সেখানেই শাহজাহান অনুগামীদের ডেকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর সিবিআই সূত্রে। এছাড়া ব্যাঙ্ক কর্মীদেরও সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়তে হয়। ওই ব্যাঙ্কে শাহজাহানের আর্থিক লেনদেনের খোঁজ করেন তদন্তকারীরা। এছাড়া কোথায় কী আর্থিক আদানপ্রদান করতেন শাহজাহান, সে সম্পর্কেও খোঁজ নেওয়া হয় বলে জানা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)