বদলি কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, লাঠিচার্জ বিতর্কের জের?
প্রতিদিন | ২৪ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজোর রাতে বাংলোর সামনে বাজি ফাটানো থামাতে স্থানীয় বাসিন্দাদের উপর লাঠিচার্জের অভিযোগ। দিন দুয়ের মধ্যেই বদলি করা হল কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র দপ্তর। তাতে জানানো হয়েছে, কোচবিহারের এসপি-কে বদলি করা হল রাজ্য সশস্ত্র বাহিনীতে। তিনি আপাতত থার্ড ব্যাটেলিয়নের কমান্ডো বাহিনীর অফিসারের পদ সামলাবেন। তাঁর বদলে কোচবিহারের নতুন পুলিশ সুপার হলেন সন্দীপ কাড়া। তিনি পশ্চিমাঞ্চলের ডিসি ছিলেন।
কোচবিহারের এসপি দ্যুতিমান ভট্টাচার্যকে নিয়ে বিতর্কের সূত্রপাত কালীপুজো অর্থাৎ সোমবার রাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন রাত প্রায় ১২টার পর কোচবিহারে এসপি বাংলোর সামনে কয়েকজন বাজি ফাটাচ্ছিলেন। তাতে এসপি দ্যুতিমানের পোষ্য কুকুরের সমস্যা হচ্ছিল। অভিযোগ, তাতে ক্ষুব্ধ পুলিশ সুপার বাড়ির পোশাক পরেই বাইরে বেরিয়ে লাঠিচার্জ করেন। যাঁরা বাজি পোড়াচ্ছিলেন, তাঁরা ওই লাঠির আঘাতে জখম হন। এর মধ্যে চারজন শিশু। এরপরই এসপির ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়। মঙ্গলবার তাঁর এই আচরণের বিরুদ্ধে কোচবিহারে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মধ্যে ১০ জনকে পুলিশ গ্রেপ্তার করে। এর মধ্যে তিনজনের জামিন হলেও বাকিরা এখনও জেল ও পুলিশ হেফাজতে।
এরপর বৃহস্পতিবারই দ্যুতিমান ভট্টাচার্যকে বদলি করা হল রাজ্য সশস্ত্র বাহিনীতে। তাঁর জায়গায় কোচবিহারের নতুন পুলিশ সুপার হলেন পশ্চিমাঞ্চলের ডিসি সুদীপ কাঁড়া। আর সুদীপ কাঁড়ার স্থলাভিষিক্ত হয়েছেন এসএস, আইবি-র কুলদীপ সোনওয়ানে সুরেশ।