• জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের মণ্ডপে বড় চমক! আলোর ছটায় ভারতের মহাকাশ অভিযান
    প্রতিদিন | ২৪ অক্টোবর ২০২৫
  • সুমন করাতি, হুগলি: আলোর শহর চন্দননগরের খ্যাতি বিশ্বজোড়া। জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের অনন্য আলোকসজ্জা দেখতে আসেন বিভিন্ন এলাকার মানুষ। আলোর শহরে এবার মহাকাশ ভাবনা। চন্দননগরের জগদ্ধাত্রী পূজায় এবার আলোর সাজে দেখা যাবে ভারতের গর্ব।

    প্রতি বছর জগদ্ধাত্রী পুজো ঘিরে আলোর মায়াজালে মোড়া এই শহর এবারে এক বিশেষ ভাবনাকে আলোকিত করতে চলেছে। এবারের থিম মহাকাশ, মহাকাশচারী এবং ভারতীয় বৈজ্ঞানিকদের মহাকাশ অভিযান।

    চন্দননগরের বিখ্যাত আলোকশিল্পী অসীম দে জানান, “আমরা এবারে আলোকসজ্জার মাধ্যমে দেখাতে চলেছি মহাকাশচারীদের জীবনযাত্রা, তাদের গবেষণা ও মহাকাশে কাজ করার অভিজ্ঞতা। একই সঙ্গে আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে কিভাবে ভারতের মাটি থেকে এক মহাকাশযান যাত্রা শুরু করে অসীম মহাশূন্যের উদ্দেশ্যে।” তিনি আরও বলেন, “আজ ভারত বৈজ্ঞানিক ও সামরিক ক্ষেত্রে দ্রুত অগ্রসর হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় বিজ্ঞানীরা দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছেন। মহাকাশ গবেষণায় ভারতের সাফল্য এখন বিশ্বের গর্বের বিষয় হয়ে উঠছে। আমাদের আলোকসজ্জা সেই গর্বের প্রতিফলন।”

    চন্দননগরের এবারের আলোকসজ্জা তাই শুধু শোভা নয়। পুজোর সাজের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও দেশের গর্বের প্রতীক হয়ে উঠতে চলেছে এই আলকসজ্জা। চন্দননগর দেখতে চলেছে আলোর ভাষায় বলা এক মহাকাশ কাব্য।
  • Link to this news (প্রতিদিন)