• দেশের পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া শুরু করল কেন্দ্র
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: চলতি বছরের ২৩ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের। বৃহস্পতিবার থেকেই তাঁর উত্তরসূরি নিয়োগের প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বিচারপতি গাভাইয়ের পর বিচারপতি সূর্য কান্ত প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন। জানা গিয়েছে, প্রথামতো বর্তমান প্রধান বিচারপতিকে তাঁর উত্তরসূরির নাম জানানোর জন্য সরকারের তরফে চিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যা বা শুক্রবার সেই চিঠি বিচারপতি গাভাইয়ের কাছে পৌঁছে যাওয়ার কথা। নিয়মমতো প্রধান বিচারপতির অবসর গ্রহণের ঠিক একমাস আগেই সেই চিঠি পাঠানো হয়। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, দেশের সর্বোচ্চ আদালতে এখন দ্বিতীয় প্রবীণ বিচারপতি হলেন সূর্য কান্ত। সব ঠিকঠাক থাকলে আগামী ২৪ নভেম্বর তিনি প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করবেন। প্রায় ১৫ মাস ওই পদে থাকার পর ২০২৭ সালে ৯ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করবেন বিচারপতি সূর্য কান্ত।  
  • Link to this news (বর্তমান)