• সাবালক সন্তান মা-বাবার সম্পত্তি বিক্রির চুক্তি বাতিল করতে পারেন: সুপ্রিম কোর্ট
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: মা-বাবা সম্পত্তি হস্তান্তর বা বিক্রি সংক্রান্ত কোনও চুক্তি করলেও সন্তান সাবালক হওয়ার পর তা বাতিল করে দিতে পারেন। ১৮ বছর বয়স হওয়ার পর সেই সম্পত্তির বিষয়ে তিনি নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণের অধিকারী। এজন্য আনুষ্ঠানিকভাবে কোনও মামলা করারও প্রয়োজন নেই। কর্ণাটকের জমি বিবাদ সংক্রান্ত একটি মামলায় এই রায় দিল সুপ্রিম কোর্ট।

    কে এস শিবাপ্পা বনাম কে নীলাম্মার মামলায় তাৎপর্যপূর্ণ এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কর্ণাটকের শামানুর গ্রামে ১৯৭১ সালে তিন নাবালক পুত্রের নামে জমির দু’টি প্লট কিনেছিলেন রুদ্রাপ্পা নামে এক ব্যক্তি। পরে আদালতের অনুমতি ছাড়াই নাবালক পুত্রদের নামে থাকা সেই প্লটগুলি বিক্রি করে দেন রুদ্রাপ্পা। তিন সন্তান সাবালক হওয়ার পর সেই জমিই কে এস শিবাপ্পা নামে এক ব্যক্তিকে বিক্রি করেন। ফলে বাবা রুদ্রাপ্পার কাছ থেকে আগে যাঁরা ওই জমি কিনেছিলেন তাঁদের সঙ্গে ছেলের কাছ থেকে জমি কেনা শিবাপ্পার বিবাদ তৈরি হয়। বাবার করে যাওয়া জমি চুক্তি বাতিলের জন্য সন্তানদের মামলা দায়ের করা প্রয়োজন কি না, সেবিষয়ে নিম্ন আদালত খণ্ডিত রায় দেওয়ায় বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। এক্ষেত্রে ১৮ বছর বয়স হওয়ার পর সন্তানদের সিদ্ধান্তগ্রহণের অধিকারকেই স্বীকৃতি দিয়েছে শীর্ষ আদালত। বলেছে, অভিভাবকরা সম্পত্তি যে বিক্রি করে দিয়েছেন, বহুক্ষেত্রে নাবালক সন্তানদের তা জানাই থাকে না। 
  • Link to this news (বর্তমান)