বেঙ্গালুরু: গগনযান অভিযানের মাধ্যমে মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ইসরো। অভিযানের কাজ পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। নির্মাণ কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়ে গিয়েছে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন। এদিন অভিযান সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গগনযানের কাজ খুব ভালোই এগোচ্ছে। রকেট, অর্বিটাল মডিউল, এনভায়রনমেন্টাল সেফটি সিস্টেম— সবকিছু ভালোভাবে খতিয়ে দেখতে হবে। এছাড়াও রয়েছে ক্রু এস্কেপ সিস্টেম, প্যারশ্যুট সিস্টেম সহ একাধিক সুরক্ষা ব্যবস্থা।’ তিনি আরও বলেন, ‘গগনযানের আগে তিনটি মানববিহীন অভিযান সফলভাবে সম্পন্ন করতে হবে। একটি মানবহীন অভিযানে ব্যোমমিত্রাকে পাঠানো হবে। ২০২৭ সালের শুরুতেই গগনযানের পরিকল্পনা রয়েছে।’