বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি ও সংবাদদাতা, আলিপুরদুয়ার: বিস্ফোরণে উড়ে গেল রেললাইন! বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম অসমের কোকরাঝাড় ও সালাকাটি স্টেশনের মাঝে। এর জেরে চার ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুই স্টেশনের মাঝে সিংমারি গ্রামের কাছে আপ লাইনে বিস্ফোরণ হয়। ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
জানা গিয়েছে, বুধবার রাত একটা নাগাদ সালাকাটি ও কোকরাঝাড় স্টেশনের মাঝে রেললাইনে বিস্ফোরণ ঘটে। ওই সময় আপ লাইন ধরে গুয়াহাটির দিকে যাচ্ছিল একটি মালগাড়ি। হঠাৎই বিকট একটি আওয়াজ কানে আসে চালকের। ট্র্যাকে তীব্র ঝাঁকুনি অনুভব করেন তিনি। নিমেষে আপৎকালীন ব্রেক কষে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন তিনি। ট্রেন থেকে নেমে সামনে কিছুটা এগিয়ে গিয়ে তিনি দেখতে পান বিস্ফোরণে উড়ে গিয়েছে রেললাইন। তড়িঘড়ি গোটা ঘটনাটি ডিভিশনের শীর্ষ আধিকারিকদের জানান ওই চালক। খবর দেওয়া হয় রেল পুলিশকেও। কিছুক্ষণের মধ্যেই রেল পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় অসম পুলিশ এবং বম্ব স্কোয়াডের কর্মীরা। আসেন আলিপুরদুয়ারের ডিআরএম দেবেন্দ্র সিংও।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, ওই বিস্ফোরণের ঘটনার তদন্ত চলছে। অসম রাজ্য পুলিশ, জিআরপি, আরপিএফ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে। বিস্ফোরণে রেল ট্র্যাকের অনেকটা অংশের ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়ে থাকতে পারে। তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোর ৫টা ২৫ মিনিটে রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এই ঘটনার জেরে সরাইঘাট এক্সপ্রেস, বিবেক এক্সপ্রেস সহ মোট আটটি ট্রেনকে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। যদিও পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কোকরাঝাড়ের জেলার পুলিশ সুপার পুষ্পরাজ সিং জানিয়েছেন, ঘটনায় রেললাইনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনও হতাহতের খবরও নেই। ইতিমধ্যেই এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।
রেল সূত্রে আরও জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। ওই ব্যক্তির খোঁজে অসম ও ঝাড়খণ্ডে তল্লাশি চলছে। স্থানীয় সংবাদমাধ্যমকে একথা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দেবেন্দ্র সিং বলেন, ফরেন্সিক সহ এই বিস্ফোরণে ঘটনার সব ধরনের তদন্ত চলছে। তদন্তের পর স্পষ্ট হবে এই ঘটনার পিছনে কারা যুক্ত। এদিকে, এই বিস্ফোরণের ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।