• বনভূমির নিরিখে বিশ্বে নবম স্থানে ভারত
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: গোটা বিশ্বে মোট বনভূমির নিরিখে নবম স্থানে উঠে এল ভারত। গ্লোবাল ফরেস্ট রিসোর্স অ্যাসেসমেন্টের সমীক্ষায় মিলেছে এমনই তথ্য। এর আগে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভারতের স্থান ছিল ১০। পাশাপাশি বনভূমি বৃদ্ধির হারে তৃতীয় স্থান ধরে রেখেছে দেশ। রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রকাশিত এই সমীক্ষায় দেখা গিয়েছে, গত এক দশকে গোটা বিশ্বেই বনভূমি ধ্বংসের পরিমাণ কমেছে। যদিও এখনও পর্যন্ত প্রতি বছর গড়ে ১০.৯ মিলিয়ন হেক্টর বনভূমি উজাড় করা হচ্ছে। যা যথেষ্ট বেশি বলেই মত ওয়াকিবহাল মহলের। সমীক্ষা থেকে জানা গিয়েছে, গোটা বিশ্বে দাবানলের কারণে গড়ে ২৬১ মিলিয়ন হেক্টর 

    জমি ক্ষতিগ্রস্ত হয়। যার অর্ধেকই বনভূমি। পাশাপাশি কীট-পতঙ্গ, বিভিন্ন রোগ ও আবহাওয়ার কারণে প্রতিবছর ধ্বংস হয় অন্তত ৪১ মিলিয়ন হেক্টর অরণ্য। প্রসঙ্গত, গোটা বিশ্বের মোট ভূমির ৩২ শতাংশই (৪.১৪ বিলিয়ন হেক্টর) জঙ্গলে ঢাকা।  গড়ে মাথাপিছু অরণ্যের পরিমাণ ০.৫ হেক্টর। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, ‘মোদি সরকারের পরিবেশ রক্ষায় উদ্যোগ ও রাজ্যগুলির ব্যাপক বনসৃজনের কারণেই বিশ্বর‌্যাঙ্কিংয়ে ভারতের উন্নতি হয়েছে।’
  • Link to this news (বর্তমান)