• দিল্লিতে পুলিশি এনকাউন্টারে হত বিহারের ৪ কুখ্যাত দুষ্কৃতী
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: দীপাবলির উৎসবের মধ্যেই এনকাউন্টার রাজধানী দিল্লিতে। বৃহস্পতিবার বিহারের কুখ্যাত সিগমা গ্যাংয়ের চার সদস্যকে খতম করল পুলিশ। মনে করা হচ্ছে, বিহার ভোটের আগে বড়সড় কোনও ষড়যন্ত্র ছক কষছিল এই দুষ্কৃতীরা। রাত ২টো ২০ মিনিট নাগাদ দক্ষিণ-পশ্চিম দিল্লিতে হওয়া এই এনকাউন্টারে অংশ নিয়েছিল বিহার ও দিল্লি পুলিশের একটি যৌথ টিম। দিল্লি পুলিশ সূত্রে খবর, গ্রেফতারি এড়াতে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করছিল দুষ্কৃতীরা। পুলিশের পাল্টা গুলিতে আহত হয় চারজনই। তাদের উদ্ধার করে রোহিণীর বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে, ওই দুষ্কৃতীদের নাম রঞ্জন পাঠক (২৫), বিমলেশ মাহাত (২৫), মণীশ পাঠক (৩৩) এবং আমন ঠাকুর (২১)। প্রত্যেকেই খুন, তোলাবাজি সহ একাধিক অপরাধে পুলিশের ‘ওয়ান্টেড’ তালিকায় ছিল। সীতামারির পাঁচটি খুন সহ মোট আটটি অভিযোগ ছিল রঞ্জন পাঠকের নামে। তাকে ধরিয়ে দিতে পারলে ২৫ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিস। কয়েকমাস আগে এক সাংবাদিক হত্যার সঙ্গেও যুক্ত ছিল এই সিগমা গ্যাংয়ের সদস্যরা। 
  • Link to this news (বর্তমান)