কল্যাণীতে কোন্দল, নিজেদের সিএএ ক্যাম্প ভাঙল বিজেপি
বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, কল্যাণী: ফের একবার বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এল। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের হাতে উদ্বোধন হওয়া সিএএ ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠল কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কল্যাণী শহরের সেন্ট্রাল পার্কে এলাকায় বিজেপির দলীয় কার্যালয় শ্যামাপ্রসাদ ভবন সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বিজেপি কার্যালয়ের সামনের মাঠে কালীপুজোতে কোনও একটি বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। দু’পক্ষই একে অন্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে সিএএ ক্যাম্প ও একটি বাইক। শান্তনু ঠাকুর গোষ্ঠীর অভিযোগ, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীরা এই ভাঙচুর চালিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অম্বিকা রায়। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তাঁর প্রশ্ন, ‘রাত ১২টায় কোথায় সিএএ ক্যাম্প খোলা থাকে? আসলে ক্যাম্পের নাম করে ভিতরে বসে মদ, মাংস খাওয়া হচ্ছিল। যারা দিনে বিজেপি করে আর রাতে তৃণমূলের দুষ্কৃতীদের সঙ্গে আঁতাত করে চলে, তারাই ভাঙচুর চালিয়েছে। এরা বিজেপির কেউ নয়।’ শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ বিজেপি নেতা তারকনাথ সরকার পাল্টা বলেন, ‘বিধায়কের কল্যাণীর প্রতি কোনও টান নেই। তাই এই ধরনের কাজ করাচ্ছেন। এতে দলের বদনাম হচ্ছে। আমরা আবেদন রাখছি, যারা এই ধরনের কাজ করছে, তাদের দল থেকে বিতাড়িত করা হোক।’ প্রসঙ্গত, কয়েক মাস আগে কল্যাণীতে বিধায়কের কার্যালয়ে ভাঙচুর ও ঘেরাওয়ের ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রেও গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বই দায়ী ছিল বলে দাবি ওয়াকিবহাল মহলের।-নিজস্ব চিত্র