শ্রীনগর: কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর জম্মু ও কাশ্মীরে প্রথম রাজ্যসভার সদস্য নির্বাচন। আজ, শুক্রবার রাজ্যসভার ৪টি আসনে নির্বাচন হবে ভূস্বর্গে। এর মধ্যে বিধায়ক সংখ্যার অনুপাতে শাসকদল ন্যাশনাল কনফারেন্সের তিনটি এবং বিরোধী বিজেপির একটি আসন পাওয়ার কথা। মোট তিনটি নোটিফিকেশন হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ন্যাশনাল কনফারেন্সের চৌধুরী মহম্মদ রামজান এবং বিজেপির আলি মহম্মদ মীর। দ্বিতীয় আসনে সরাসরি লড়াই হচ্ছে ন্যাশনাল কনফারেন্সের সাজ্জাদ কিচলুর সঙ্গে বিজেপির রাকেশ মহাজনের। তৃতীয় ও চতুর্থ আসনের জন্য একটিই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই দুই আসনে ন্যাশনাল কনফারেন্স প্রার্থী করেছে দলের কোষাধ্যক্ষ জি এস ওবেরয় এবং ইমরান নবি দারকে। চতুর্থ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির সৎ শর্মা। ভোটাভুটির সময় সব বিধায়ক যাতে বিধানসভায় উপস্থিত থেকে দলীয় প্রার্থীদের ভোট দেন, তার জন্য বৃহস্পতিবার হুইপ জারি করেছে ফারুখ আবদুল্লার দল। ৮৮ সদস্যের জম্মু ও কাশ্মীর বিধানসভায় ন্যাশনাল কনফারেন্সের আসন রয়েছে ৪১ জন। ৬ কংগ্রেস, একজন সিপিএম এবং ছ’জন নির্দল বিধায়কেরও সমর্থন রয়েছে তাদের। বিজেপির বিধায়ক সংখ্যা ২৮। রাজনৈতিক মহলের মতে, কৌশলগত কারণেই চতুর্থ আসনে দলের জম্মু ও কাশ্মীর ইউনিটের প্রধান সৎ শর্মাকে প্রার্থী করেছে বিজেপি। গত সপ্তাহে জম্মু কাশ্মীর পিপলস কনফারেন্সের প্রধান সাজাদ গনি লোন ঘোষণা করেছেন, রাজ্যসভার ভোটাভুটির সময় তাঁর দল অনুপস্থিত থাকবে। তাতেই বিজেপির জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে নিজের দলের চারপ্রার্থীই জয়ী হবেন বলে আশাবাদী মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।